খুলনা ডুমুরিয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ ১৮ জন আহত

খুলনা ডুমুরিয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ ১৮ জন আহত

খুলনা জেলা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে যাত্রীবাহি বাস খাদে পড়ে নারী-শিশুসহ ১৮জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জুয়েল রানা জানান,ঘটনার দিন দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহি বাস (খুলনা মেট্রো জ-১১-০০৪৬) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডান পাশে খাদে পড়ে যায়।
এসময় বাসে থাকা খুলনা মহম্মদনগরের পাপড়ি বেগম (৩৫),পাটকেলঘাটার আমিনুর রহমান (৫০),সরবানী বেগম (৪০),সাতক্ষীরার সারিব (২৬),ভেটখালীর নুরইসলাম (৪০),খুলনার আশীষ রায় (২৭),কেশবপুরের সৈকত সাহা(২০),শ্যামনগরের আবুল কালাম (৩৪),নাইম হোসেন (১৯),জাহিদ হাসান (১৯),সাতক্ষীরার সুমন সাহা (২৭),হাসান আলী (৪০),সিয়াম হোসেন (২),মুনিয়া খাতুন (৩),খুলনার খান রাবিুল ইসলাম (৪০),কলারোয়ার রিপন শেখ (৫১),উম্মে সালমা (৪০),আশাশুনির জাহাঙ্গীর শেখ (২০) আহত হয়।
এদের মধ্যে আহত আমিনুর রহমান ও খান রকিবুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত