গাজীপুরে চোরাই তেলের দোকানে সয়লাব (অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১)

গাজীপুরে চোরাই তেলের দোকানে সয়লাব (অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১)

বিশেষ প্রতিবেদন :

গাজীপুরে দ্বীর্ঘদিন ধরে চলছে রাতের অন্ধকারে চোরাই তেল, গ্যাসের, জমজমাট ব্যবসা। গাজীপুর মহানগরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় থেকে চান্দুরা পর্যন্ত সড়কের দু-পাশে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান। এসব দোকানের নেই কোন বৈধ কাগজপত্র। পরিবহন মালিকরা বিশ্বাস করে তাদের পরিবহন গুলো তুলে দেন পরিবহনের চালকদের হাতে। আর সেই বিশ্বাসের অমর্যাদা করে পরিবহন মালিকদের অনুপস্থিতে রাতের আঁধারে চোরাই ভাবে পরিবহন থেকে তেল বিক্রি করে পরিবহন চালকরা। সাংবাদিকদের সাথে কথা হয়েছে একাধিক পরিবহন মালিকদের সঙ্গে।তারা বলেন এধরনের চোরাই তেলের দোকান না থাকলে চালকরা আর চুরি করে পরিবহনের তেল বিক্রি করতে পারবেনা। এ দিকে চোরাই তেলের দোকানের মালিক পক্ষের একজনের সাথে কথা হয়েছে সাংবাদিকদের। খোলামেলা বিষ্ফোরক দ্বার্যব পদার্থ কি ভাবে ক্রয়-বিক্রয় করেন,কি কি বৈধ কাগজপত্র আছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন এধরনের চোরাই তেলের দোকান করতে কোন অনুমোদন লাগেনা। পুনরায় তার কাছে জানতে চাওয়া হলো প্রশাসন সম্পর্কে।উত্তরে জানান থানাপুলিশ সবাইকে টাকা দিতে হয়।আর মোবাইল কোর্ট পরিচালনা করলে কি, পাঁচ হাজার টাকা জরিমানা।এ সব এখন মূখোস্থ। এ দিকে চোরাই তেলের দোকান গুলোতে নেই কোন ধরনের অগ্ন্বী নীর্পাপন ব্যাবস্থা।এ বিষয়ে তেলের দোকানের আশেপাশে থাকা প্রতিবেশীর সঙ্গে কথা বললে , তেলের দোকান গুলোর জন্য সব সময় আতংকে থাকতে হয়। বিষ্ফোরক আইনে খোলা ক্যান্বে কোন ধরনের দার্যবপদার্থ ক্রয়-বিক্রয় সম্পূর্নভাবে নিষিদ্ধ। এ ছাড়াও ঢাকা ময়মনসিংহ সড়কের দু’পাশে একই কায়দায় চলছে রাতের অন্ধকারে চোরাই তেলের দোকান। এছাড়াও রাতের আঁধারে চোরাই ভাবে ক্যাভার ভ্যানে গ্যাস সালিন্ডারে অবৈধ ভাবে গ্যাস সরবরাহ করে থাকেন ভাটা ময়মনসিংহ সড়কের দু’পাশে একাধিক সিএনজি পাম্প। রাজেন্দ্রপুর তালুকদার সিএনজি পাম্প,সালনা সোমার সিএনজি পাম্প সহ একাধিক সিএনজি পাম্প।সরকারের আইন অমান্য করে কি ভাবে এ ধরনের অবৈধ তেলের দোকান গুলো চলছে এবং রাতের আঁধারে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে,এবিষয়ে কথা বলি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন এধরনের চোরাই তেলের দোকানের বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত