শিরোনাম :
গাজীপুরে জমি সংক্রান্ত জেরে লক্ষাধিক টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ

গাজীপুরে জমি সংক্রান্ত জেরে লক্ষাধিক টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ

রাকিবুল হাসান, শ্রীপুর গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন এর হায়াৎকারচালা গ্রামের মোঃ আব্দুল মোতালেব শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী ০১। মোজাম্মেল(৩৫) ০২। এরশাদ (৩২) উভয় পিতা কেরামত আলী, সাং নারায়ণপুর থানা শ্রীপুর জেলা গাজীপুর সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেছে বিবাদী দীর্ঘদিন পূর্ব হইতে আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা পোষণ করিয়া আসতে থাকেন, উক্ত আক্রোশে আমাকেসহ আমার পরিবারের লোকজনকে রাস্তাঘাটে মারধরসহ জখম করবে মর্মে হুমকি দিয়ে আসতে থাকে। ২রা সেপ্টেম্বের ২০২০ ইং তারিখ রাত আনুমানিক ০৯ ঘটিকার সময় আমার ছেলে মোহাম্মদ ইসমাইল রাজেন্দ্রপুর আমাদের আরেকটি বাড়ি রয়েছে ওখান থেকে একটি এনজিও সংস্থা থেকে বাড়ি নির্মাণ করার লক্ষ্যে টাকা উত্তোলন করে। পড়ে সে নিজের সিএনজি যোগে তার বসত বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এমন সময় হায়াৎকারচালা গভীর জঙ্গলে যেখানে প্রায় বেশ কিছুদিন পর পর চুরি ডাকাতি হতে থাকে এমন ভয়াবহ ভয়াবহ একটি জননীরব অবস্থানে পৌঁছালে বিবাদীগন ও অজ্ঞাতনামা বিবাদীদেরকে সাথে নিয়ে পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে একে অপরের প্রচারণায় দা, লাঠি, লোহার রড দিয়ে আমার ছেলের গাড়ি গতিরোধ কোরিয়া গাড়ি থেকে নামতে বলে তখন ইসমাইল না নামলে তার সিএনজির সামনের গ্লাস ভেঙে দেয় দুর্বৃত্তরা তারপরে গাড়ি থেকে তাকে টানিয়া নামাইয়া এলোপাথাড়িভাবে মারপিট শুরু করে এবং কিল-ঘুষি-লাথি মারিয়া ও শরীরের বিভিন্ন স্থানে পায়ে, পিঠে, উরুতে ও দুই বাহুতে আঘাত করিয়া নীলা ফুলা জখম করে এক পর্যায়ে ১নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মাথায় লক্ষ্য করিয়া আঘাত করলে উক্ত আঘাত আমার ছেলের ডান হাত দিয়া ফিরাইলে ডান হাতে লাগিয়া তীব্র ব্যথাযুক্ত জখম হয় ২ নং বিবাদী আমার ছেলের প্যান্টের বাম পকেটে থাকা ঘর নির্মাণের নগদ এক লক্ষ তের হাজার টাকা নিয়া যায়। আমার ছেলের আর্তচিৎকারে আশপাশ হইতে লোকজন আগায়া আসতে থাকলে বিবাদী গন আমার ছেলেকে খুন জখম এর হুমকি দিয়া চলিয়া যায় পরে আমি সংবাদ পাইয়া ঘটনাস্থলে আশিয়া স্থানীয় লোকজনের সহায়তায় একটি সিএনজি যোগে আমার ছেলেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার আমার ছেলে যখন চিকিত্সাসহ ভর্তি করেন পরে আমি ঘটনার আলামত দেখিয়া ও আমার ছেলের নিকট থেকে ঘটনা বিস্তারিত শুনিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়। এই বিষয়ে শ্রীপুর মডেল থানার এস আই অশোক কুমার বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা প্রমাণ হয় এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত