গাজীপুরে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্প

গাজীপুরে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্প

হাসান: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুস্ত অসহায় ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের মতো গাজীপুরেও আশ্রয়ন প্রকল্প তৈরির কাজ শুরু করেন গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুর জেলার পাঁচটি উপজেলা সদর ,কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ,কালিগঞ্জ, সর্বমোট ১৮১৭টি আশ্রয়ন প্রকল্প নির্মাণের কাজ শুরু করেন। ইতিমধ্যে অনেকগুলো আশ্রয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়াপাড়ায় নির্মাণ করা হয়েছে একটি আশ্রয়ন প্রকল্প। ১৪২ টি ঘর দ্বারা নির্মিত আশ্রয়ন প্রকল্পটি ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পটিতে রয়েছে বিদ্যালয় ,মসজিদ, কমিউনিটি সেন্টার ,কবরস্থান, সুপ্রিয় পানি সরবরাহ ব্যবস্থা। নয়াপাড়া আশ্রয়ন প্রকল্পটির সৌন্দর্য বৃদ্ধিতে সকলের নজর কাঁড়তে রয়েছে সুন্দর একটি পুকুর এবং তার চারপাশে সবুজ গাছপালা।দু পাশে প্রশস্ত রাস্তা। শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বললে তিনি আজকের আলোকিত সকালকে বলেন আমাদের সবকটি আশ্রয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশ্রয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং গাজীপুর জেলা প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী গাজীপুরবাসীকে ভূমিহীন মুক্ত নগরী উপহার দেওয়ার লক্ষ্য কাজ করে যাচ্ছে গাজীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে আমাদের নয়াপাড়া আশ্রয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২২ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির শুভ উদ্বোধন করবেন। গাজীপুর জেলা প্রশাসনের নেতৃত্বে উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত