গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারনা ; ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে রিফাত সুলতানা জনপ্রিয়তার শীর্ষে

গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারনা ; ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে রিফাত সুলতানা জনপ্রিয়তার শীর্ষে

মো: কামরুল হাসান রনি : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে কাউন্সিলর প্রার্থীদের পাদচারণা। তারই সাথে তাল মিলিয়ে নিজ পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের মিছিলও বাড়ছে প্রতিনিয়ত। জনপ্রতিনিধিরাও হন্যে হয়ে ছুটছেন নিজ নিজ ওয়ার্ডের ভোটারের দাড়ে দাড়ে। কোন বাঁধাই থামাতে পারছে না জনপ্রতিনিধিদের।

৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনের ৫৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়ে মাঠে নেমেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মাদার্স ড্রিম স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দা রিফাত সুলতানা। সরেজমিনে দেখা গেছে কাউন্সিলন প্রার্থী সৈয়দা রিফাত সুলতানা অনেক আগে থেকেই ৫৩নং ওয়ার্ডসহ তার আসেপাশের এলাকায় জনসেবামূলক কার্যক্রম করে আসছে। করোনার মহামারিতেও তিনি নিজ অর্থায়নের অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। নিজ থেকেই সর্বদা জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

এবিষয়ে সৈয়দা রিফাত সুলতানা‘র সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, ৫৩নং ওয়ার্ডের মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে র্দীঘদিন কাজ করেছি, এখনও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি জনপ্রতিনিধিরাই সরাসরি জনগনের ভাগ্যোন্নয়নে অবদান রাখতে পারে। আর সে অনুভব থেকেই আমি জনগনের স্বপ্ন পূরনের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত