চীন-পাকিস্তান মৈত্রী অটুট: শাহবাজ শরিফ

চীন-পাকিস্তান মৈত্রী অটুট: শাহবাজ শরিফ

অনলাইন ডেস্ক:
চীন ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব অটুট। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চায়না মিডিয়া গ্রুপে বিশেষ সাক্ষাৎকারে বলেন, তিনি চীন সফরের জন্য উন্মুখ হয়ে রয়েছেন এবং তিনি আশা করেন যে, পাকিস্তান ও চীন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি বলেন, তিনি মহান বন্ধুত্বপূর্ণ দেশ, গণপ্রজাতন্ত্রী চীন সফরের জন্য উন্মুখ। পাকিস্তান ও চীন ভালো ভাই, দুই দেশের মধ্যে বন্ধুত্ব অটুট এবং দুই দেশের মানুষের হৃদয় ঘনিষ্ঠভাবে সংযুক্ত। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে চীন সাহায্য করেছে, যা পাকিস্তান কখনোই ভুলবে না। তিনি আশা করেন, এবার মহান বন্ধু চীনের সঙ্গে সম্ভাব্য প্রকল্পে বিনিয়োগ বাড়ানো এবং দুদেশের উদ্যোগের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণ একটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

তিনি বলেন, পাকিস্তান দৃঢ়ভাবে একচীন নীতি মেনে চলে এবং তাইওয়ানকে চীনের একটি অবিচ্ছেদ অংশ মনে করে। পাকিস্তান সরকার বরাবরের মতো ভবিষ্যতেও তা মেনে চলবে।

তিনি আরো বলেন, এবারে তাঁর চীন সফরের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- পাকিস্তানের দারিদ্র্য দূর করা এবং পাকিস্তানের জনগণকে স্বনির্ভরতা অর্জনে চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত তিনটি বড় বৈশ্বিক উদ্যোগে সমর্থন জানান তিনি। তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এসব উদ্যোগ বিশ্বের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত