চুনারুঘাটে ‘ডুলনা ইয়ংস্টার সোসাইটি’র উদ্যোগে কালভার্ট নির্মাণ

চুনারুঘাটে ‘ডুলনা ইয়ংস্টার সোসাইটি’র উদ্যোগে কালভার্ট নির্মাণ

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ১নং গাজিপুর ইউনিয়নের ডুলনা গ্রামে “ডুলনা ইয়ংস্টার সোসাইটি”র সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ডুলনা- গনকিরপাড় রাস্তায় বাঁশ দিয়ে দুটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী এলাকার স্বেচ্ছাসেবী যুবকরা মিলে এ কালভার্ট নির্মাণ করেন। যা কিছুদিন পুর্বে বর্ষার অতিরিক্ত পানির কারণে রাস্তা ভেঙ্গে যায়। রাস্তার দুই জায়গায় ভাঙ্গা থাকার কারণে দুই গ্রামের মানুষ চলাচলে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়। সেই রাস্তা দিয়ে চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়, ইকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী সুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী চলাচল করে। সার্বিকভাবে সহযোগীতা করে ডুলনা ইয়ংস্টার সোসাইটি” নামক একটি সংঘঠন। এসময় উপস্থিত ছিলেন মোঃজামিল মিয়া,মোঃ বাচ্চু মিয়া, শুভ, নোমান কাওছার, অনি, সানি, রিয়াদ, জয়, অর্পণ ,সুজন, আ:রহিম, করিম, আ:সাত্তার প্রমুখ। স্থানীয়রা জানান, প্রতি বছরই নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন জয়ী হলে কালভার্ট তৈরী করে দিবেন। কিন্তু জনগণ ঠিকই কথা রেখে তাদের জয়ী করেন তবে জনপ্রতিনিধিরা কথা রাখেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত