চুরির উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা

চুরির উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা

মোঃ আরমান হাসান, রংপুর প্রতিনিধি : 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা হয়েছে চুরির উদ্দেশ্য।
শুক্রবার সন্ধ্যা সাতটায় র‍্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।
তিনি জানান, ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়। র‍্যাব শুরু থেকে এ ঘটনায় ছায়া তদন্ত অব্যাহত রাখে। একপর্যায়ে আসাদুলকে শুক্রবার ভোরে হিলির কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দিনভর অভিযান চালিয়ে নবীরুল ও সান্টুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক স্বীকারোক্তিতে তারা চুরির উদ্দেশ্য ওয়াহিদা খানমের বাসায় যায় এবং নবীরুল ওয়াহিদা খানমের মাথায় আঘাত করে বলে জানিয়েছে। তবে ঘটনার নেপথ্যে আরও কোনো কারণ আছে কিনা তা জানতে সময় লাগবে। অভিযুক্তদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ হবে।বহিস্কৃত ঘোড়াঘাট উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীরসহ আরও তিনজনকে আটক করলেও তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।
ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরা হলেন- ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিষ্কৃত) জাহাঙ্গীর আলম (৪২), উপজেলা যুবলীগের সদস্য (বহিষ্কৃত) আসাদুল ইসলাম (৩৫), শিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দক্ষিণ দেবীপুর গ্রামের গোলাম মোস্তফা আদুর ছেলে মাসুদ রানা (৪০), নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ (৩৮), চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকার ছেলে সান্টু চন্দ্র দাস(২৮)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত