চেক জালিয়াতি মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান টিটুল গ্রেফতার

চেক জালিয়াতি মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান টিটুল গ্রেফতার

অজয় সরকার দুলু

রংপুরে চেক জালিয়াতি মামলায় দন্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে টিটুল নামে এক পলাতক
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে রংপুর
কারাগারে প্রেরণ করেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রংপুর মহানগরীর ধাপ পুলিশ ফাঁড়ি মোড় এলাকা থেকে আবুল কালাম
আজাদ গ্রেফতার হন। তিনি গঙ্গাগড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত
কুমার সরকার।
এই প্রতিনিদিকে ওসি জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারের পর ইউপি চেয়ারম্যান টিটুলকে আদালতে
নেয়া হয়। সেখানে তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন জানালে আদালত জামিন না মঞ্জুর
করেন।
এদিকে জানা গেছে, গ্রেফতার আবুল কালাম আজাদ টিটুলের বিরুদ্ধে লালমনিরহাট জেলা দায়রা জজ
আদালতে ২০১০ সালের চেক ডিজঅনার মামলায়  তার ২ মাসের বিনাশ্রম কারাদন্ড হয়। এছাড়াও
২০০৭ সালে রংপুর জেলা যুগ্ম দায়রা জজ আদালত-৩ একই অভিযোগে ২০ লাখ টাকা জরিমানাসহ এক
বছরের কারাদন্ডাদেশ প্রদান করে। আদালতের এই রায়ের পর থেকে ওই চেয়ারম্যান পলাতক ছিলেন।  
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ রংপুর মহানগর থেকে তাকে গ্রেফতার
করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত