জাতীয় বিশ্ববিদ্যালকে সমাবর্তনের দাবিতে মানববন্ধন নেত্রকোনা সরকারি কলেজের প্রতিটা শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালকে সমাবর্তনের দাবিতে মানববন্ধন নেত্রকোনা সরকারি কলেজের প্রতিটা শিক্ষার্থী

নেত্রকোনা জেলা প্রতিনিধি (মোঃ আবুল বাশার) সাংবাদিক : জাতীয় বিশ্ববিদ্যালয়কে সমাবর্তন দেওয়ার দাবিতে আজ নেত্রকোনা সরকারি কলেজের প্রতিটি শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় তারা বক্তব্যে জানায় তাদের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়কে সমবর্তন দেওয়া। 
একজন শিক্ষার্থীর লালিত স্বপ্নের মধ্যে অন্যতম হলো সমাবর্তন। কেননা এই সমাবর্তন উপযোগী হতে হলে একজন শিক্ষার্থীকে 23 থেকে 24 বছর পর্যন্ত পড়াশোনা করে প্রতিযোগিতায় টিকে থাকতে হয়। আর এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কত নির্ঘুম রাত কাটায় সেটা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ জানেনা।
প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন উত্তীর্ণ হয় তখন সমাবর্তন দিয়ে তাদেরকে আনুষ্ঠানিক সম্মান জানায়।  আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি আমরাও তো জীবনের 23-24 বছর যুদ্ধ করেই গ্রাজুয়েট হয়েছি তাহলে আমাদের কেন অবহেলা করা হয় …..???এখনই সময় এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার এবং আমাদের অধিকার আদায় করে নেওয়ার।
তারা আরো বলেন, সম্মান নিয়ে বৈষম্য আর নয় আর নয়। সমাবর্তন মোদের দাবি নয় সমাবর্তন মোদের অধিকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চাই।
এসময় উপস্থিত ছিলেন “জাতীয় দৈনিক আলোকিত সকাল” পত্রিকার সাংবাদিক এবং আরো অনেকেই। শিক্ষার্থীরা আরো জানায় তাদের দাবি না মানলে পরবর্তীতে তারা আরো আন্দোলন, প্রতিবাদ জানাবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত