জামালপুরে ডিস্ট্রিক্ট পলিসির গণশুনানি

জামালপুরে ডিস্ট্রিক্ট পলিসির গণশুনানি

সোহানুর রহমান : জামালপুরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১১এপ্রিল) বিকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর আয়োজনে গনশুনানি অনুষ্ঠানে, সভাপতি শামিমা খান এর সভাপতিত্বে ও ডিপিএফ সহ সভাপতি সাযযাদ আনসারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু,পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপ-পরিচালক মো, মাজহারুল হক চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাছরীন সুলতানা,জেলা তথ্য অফিসার মো, জালাল উদ্দীন, জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিপিএফ সদস্য বৃন্দ, পৌর কাউন্সিলর, সাংবাদিক,শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দগণ, এসময় সভায় ধন্যবাদ বক্তব্য জানান, ডিপিএফ সদস্য তানভীর আহমেদ হীরা।
ডিস্ট্রিক পলিসি ফোরাম মন্ত্রী পরিষদের প্রকল্পের সরকারের চারটি টুলস নিয়ে কাজ করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেশ কিছু বিষয়গুলো মানসম্মত শিক্ষা,কমিউনিটি ক্লিনিক, সিটিজেন চার্টার,বাল্যবিবাহ, শুদ্ধতা, তথ্য অধিকার । এ সময়ে অতিথিরা এই চারটি বিষয়ের উপরে সরকারের দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্থানীয় ছোট ছোট সমস্যা সমাধানের কথা বলেন। এছাড়াও সরকার কর্তৃক গন মানুষের যে সকল সেবা প্রদান করার হয়েছে, যে বিষয়ে গণগুনানিতে সরকারি কর্মকর্তারা অবহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত