টঙ্গীতে ট্রাক-কার্ভাডভ্যান মালিক শ্রমিকদের ৯দফা দাবীতে মানববন্ধন

টঙ্গীতে ট্রাক-কার্ভাডভ্যান মালিক শ্রমিকদের ৯দফা দাবীতে মানববন্ধন

মো: আল আমিন হোসেন, টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা : টঙ্গীর চেরাগআলী ট্রাকস্ট্যান্ড এলাকায় শনিবার সকালে ৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গাজীপুর জেলা ট্রাক ও কার্ভাডভ্যান শ্রমিকরা। গাজীপুর জেলা ট্রাক ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ট্রাক ও কার্ভাডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সহ-সভাপতি হাজী আব্দুর রব মিয়া, আব্দুল হান্নান, এরশাদ হোসেন, শফিকুল ইসলাম শফি, শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রশিদ, দুদু মিয়া, আলী আকবর, তোতা মিয়া, সেলিম মিয়া প্রমুখ।
সমন্বয় পরিষদের নেতারা টঙ্গী ট্রাক-কাভার্ডভ্যান টার্মিনাল স্থায়ী করা, বিআইডব্লিউটিএ বিভিন্ন ফেরিঘাট ও টার্মিনাল ঘাট ইজারা দেয়া বন্ধ করে পূর্বের ন্যায় বিআইডব্লিউটিএ’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করা এবং চাঁদাবাজি বন্ধ করা, সড়ক ও মহাসড়কে পুলিশী হয়রানি, মাস্তান, সন্ত্রাসী ও তৎসংশ্লিষ্টদের চাঁদাবাজি বন্ধ করা, যানবাহনের বর্ধিত আয়কর প্রত্যাহার করা, বিআরটিএ’র কাছে জমাকৃত ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে সরবরাহ করা এবং না দেয়া পর্যন্ত ড্রাইভারদের চলমান লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর সুযোগ দেয়া, সড়ক পরিবহণ আইন-২০১৮ সম্পর্কে যেসব সংশোধনী বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ইতিপূর্বে দেয়া হয়েছে, তা অবিলম্বে বাস্তবায়ন করাসহ ৯দফা দাবি তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত