টঙ্গীতে বকেয়া বেতনের দাবি,জোরপূর্বক শ্রমিক ছাটাই, বিক্ষোভে রাস্তা অবরোধ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবি,জোরপূর্বক শ্রমিক ছাটাই, বিক্ষোভে রাস্তা অবরোধ

স্টাফ রিপোর্টার:  গাজীপুরের টঙ্গী বড় দেওড়া ফকির মার্কেট এলাকায় প্যানাজিয়া ফ্যাশনের গোল্ডেন টেক্স এ্যাপারেলস পোশাক কারখানায় গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। বকেয়া বেতন, ওভারটাইম, নাইট ডিউটির টাকা পরিশোধ না করা ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা চেরাগআলী-ভাদাম রোড অবরোধ করেন। এতে ব্যস্ততম ওই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেতন-ভাতা না পেয়ে বাড়ি ভাড়া ও দোকান বাকি দিতে পারছেন না শ্রমিকরা। সময়মতো বাড়ি ভাড়া দিতে না পারায় অনেক শ্রমিককে ঘর থেকে বের করে দিয়েছে বাড়ির মালিক।
কারখানার ফিনিশিং সেকশনের শ্রমিক ফাতিমা আক্তার জানান, কারখানায় শ্রমিকদের গত ফেব্রুয়ারি ও চলতি মার্চ মাসের বেতন, ওভারটাইম ও নাইট ডিউটির টাকা বকেয়া রয়েছে। এছাড়াও গত কয়েক দিনে প্রায় ত্রিশজন শ্রমিককে বিভিন্ন ঠুনকো অজুহাতে ছাটাই করে কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। গত ১০ মার্চ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ দেই দিচ্ছি করে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে গতকাল বুধবার বেতন-ভাতা দেওয়ার কথা ছিল। শ্রমিকরা বেতন চাইলে কারখানার কর্তৃপক্ষ বেতন না দিয়ে তালবাহানা করতে থাকে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে দুপুরে কাজ বন্ধ রেখে চেরাগআলী-ভাদাম রোডের ফকির মার্কেট এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আগামী ২৮ মার্চ ফেব্রুয়ারি মাসের ও ৫এপ্রিল মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে বিকেল পাঁচটার দিকে শ্রমিকরা কারখানা ত্যাগ করেন।
কারখানার নিটিং সেকশনের শ্রমিক শাহিদা বেগম জানান, বেতন না পাওয়ায় দুইমাস যাবত বাড়ি ভাড়া দিতে পারছেন না তিনি। ফলে বাড়ির মালিক ঘরের ভেতর আসবাবপত্র রেখে দরজায় তালা মেরে দিয়েছে। এতে তিনি তার ঘরে প্রবেশ করতে না পেরে বাধ্য হয়ে অপর এক শ্রমিকের বাসায় আশ্রয় নিয়েছেন।
যোগাযোগ করা হলে প্যানাজিয়া ফ্যাশনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি বলেন, শ্রমিক ছাটাই নয়, অনেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছে। আগামী ২৮মার্চ ও ৫ এপ্রিল শ্রমিকদের বেতন-ভাতা দেয়া হবে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আগামী ২৮ মার্চ ও ৫ এপ্রিল দুই দফায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত