টিঘর মুহিউচ্ছুন্নাহ্ এতিমখানা ব্যপক সুনাম অর্জন করেছে

টিঘর মুহিউচ্ছুন্নাহ্ এতিমখানা ব্যপক সুনাম অর্জন করেছে

আলমগির হোসেন বাদশাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ সরাইল উপজেলার টিঘর গ্রামের জনগন দুনিয়া ও আখেরাতের কল্যানের কথা চিন্তা করে এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করার লক্ষে স্থানিয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে “টিঘর মুহিউচ্ছুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানা” নামে ১৯৮৬ সালে  একটি মাদ্রাসা ও এতিমখানা  প্রতিষ্ঠা করেন। এখানে নূরানী, হেবজ এবং কিতাখানায় কাফিয়ার(নবমশ্রেনি সমমান) পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে এখানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী আছে, এবং প্রতিদিন প্রায় ১২০-১৩০ জন নিয়মিত ছাত্র। এর মধ্যে প্রায় ৫০-৫৫ জন ছাত্র রয়েছে অত্যন্ত গরীব, অসহায় ও এতিম।

খুজ নিয়ে জানা যায় উক্ত এতিমখানা ও মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে অদ্য পর্যন্ত সার্বিক বিবেচনায় এলাকায় ব্যপক সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠান হতে শত শত অসহায় এতিম শিশু সু-শিক্ষা অর্জন করেছে। আরও জানা যায় মাওলানা আইয়ুব আলী ১৯৯২ সাল থেকে অদ্য পর্যন্ত এই মাদ্রাসাটির পরিচালনার দ্বায়িত্বে নিয়োজিত থেকে এই প্রতিষ্ঠানটির কল্যানে নিঃস্বার্থভাবে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন। তিনি দ্বায়িত্বভার গ্রহনের পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সমন্ময়ে অক্লান্ত শ্রমের বিনিময়ে এবং বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি আজ  ভবনে রুপান্তর হয়েছে।

ক্রাইম পেট্রোল বিডির বিশেষ প্রতিনিধি সরজমিনে পরিদর্শন করলে দেখা যায় এখানে সমাজসেবা অধিদফতর হতে সরকারী ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা পায় মাত্র ১৯ জন এতিম শিক্ষার্থী, কিন্তু অসহায় গরীব ছাত্র রয়েছে প্রায় ৫০-৫৫ জন। যার ভরন পোষন সহ সকল প্রকার দ্বায়িত্ব বহন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই সল্প টাকায় অসহায় এতিম ছাত্রদের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন এতিমখানা কর্তৃপক্ষ। তারা সরকারী ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা প্রদান বৃদ্ধির জন্য সমাজসেবা অধিদফতর এর সু-দৃষ্টি কামনা করেছেন ।

উক্ত এতিমখানার পরিচালক মাওলানা আইয়ুব আলী  ক্রাইম পেট্রোল বিডিকে বলেন, এখানে দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তির জন্য পবিত্র কোরআন হেফজ ও পবিত্র কোরআন-হাদিসের সঠিক শিক্ষা প্রদান করা হয়।  আমাদের এই প্রতিষ্ঠান এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের প্রতিপালন এবং পবিত্র কোরআন ও হাদীস শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করে এলাকায় ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছে। আর্থিক সমস্যার কারনে আমরা প্রতিষ্ঠানটি সঠিক ভাবে পরিচালনা করতে পারছিনা। এতিমখানাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের বিত্তবান ও সরকারী ঊর্ধতন মহলের সু-দৃষ্টি এবং সার্বিক  সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত