ঢাকা-১৮ আসনে নাজমাকে পেতে দলীয় প্রধানের কাছে আর্তি

ঢাকা-১৮ আসনে নাজমাকে পেতে দলীয় প্রধানের কাছে আর্তি

আওয়ামী লীগের প্রয়াত নেতা সাহারা খাতুনের মৃত্যুকে শূন্য হওয়া ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচনে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারকে মনোনয়ন দিতে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে আর্তি জানিয়েছে ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রী। 

সংগঠনটির সাবেক ১০১ জন নেত্রী প্রধানমন্ত্রীকে এই আর্তি জানিয়ে চিঠি লিখেছেন।  চিঠিতে তারা লিখেছেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নারীর অংশগ্রহণ অপরিহার্য ও কার্যকর, তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। এ নিখাদ সত্য আজ বিশ্বব্যাপী স্বীকৃত।’

‘আমরা মনে করি মুজিব আদর্শের একজন অসম সাহসী যোদ্ধা, কর্মনিষ্ঠ, দুর্নীতিমুক্ত, নিষ্কলুষ নাজমা আকতারই হতে পারেন জনবান্ধব নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের উপযুক্ত স্থলাভিষিক্ত। ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী যোদ্ধা, বঙ্গবন্ধুর সৈনিক ও আপনার বিশ্বস্ত স্নেহধন্য নারী নেত্রী নাজমা আকতারকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।’

নির্বাচনে লড়তে সাবেক ছাত্রলীগ নেত্রীদের এমন আর্তিকে কীভাবে দেখছেন জানতে চাইলে নাজমা আক্তার রোববার (২৩ আগস্ট) রাতে বলেন, ‘আমার কাছে মনে হয়, এমন আর্তি আসলে আমার প্রতি তাদের ভালোবাসার বহি:প্রকাশ। দু:সময়ে তাদের পাশে থেকেছি। আন্দোলন সংগ্রামে তারা খুব কাছ থেকে আমাকে দেখেছে।’

তিনি আরও বলেন, ‘আমি ছাত্রলীগ থেকে বেড়ে ওঠা আজকের নাজমা। দশম শ্রেণি থেকে ছাত্রলীগ করি। ছাত্রলীগের সাবেক নেত্রী হিসেবে তারা মনে করছে আমাকে মনোনয়ন দিলে ভবিষ্যতে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেত্রীদের মূল্যায়ন হবে। প্রকৃত রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা থাকলে তারা উৎসাহবোধ করবে।’

উল্লেখ্য, আশির দশকের শুরুতে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন নাজমা আক্তার। তিনি ছিলেন ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের দুইবারের সাধারণ সম্পাদক ও রোকেয়া হল ছাত্রী সংসদের জিএস। বর্তমানে যুব মহিলা লীগের তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমা আক্তার। 

ঢাকা-১৮ আসনে ১২ বছর ধরে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনের নাজমা আক্তার ছাড়াও নৌকার সমর্থন চান আরো ৫৪ জন।

সূত্র: রাইজিংবিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত