ঢাকা ১৮ আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

ঢাকা ১৮ আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

মোঃ জাহাঙ্গীর আলম : রাজনীর উত্তরা আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে দল থেকে মনোনয়ন পাওয়ার পর জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রথম মত বিনিময় সভা করেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ কমান্ডার উত্তরা পূর্ব থানা ও পশ্চিম থানা, সভাপতি উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা সকলের সহযোগিতা নিয়ে পালন করতে পারবো ইন-শা-আল্লাহ। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তাই জনগণ দেশ ও দশের খেদমতের জন্য যোগ্য প্রতীক নৌকাতেই ভোট দেবেন”। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা জাতীর শ্রেষ্ঠ সন্তান, আপনাদের জন্যই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আল্লাহ্র অশেষ মেহেরবানিতে যদি আমি ঢাকা-১৮ আসনে এমপি হতে পারি তাহলে আমার দরজা আপনাদের সেবায় ২৪ ঘন্টাই উন্মুক্ত থাকবে ইন-শা-আল্লাহ। আমার কাছে আসতে আপনাদের কোন মাধ্যম ব্যবহার করতে হবে না, সরাসরি আমার বাসায় আপনারা আপনাদের যে কোন সমস্যা নিয়ে হাজির হতে পারবেন ইন-শা-আল্লাহ”। ৭ অক্টোবর বুধবার সকাল ১১টায় উত্তরা আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় নৌকার প্রার্থী হাবিব হাসান এসব কথা বলেন। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা, বিমানবন্দর থানা, দক্ষিনখান থানা, উত্তরখান থানা, তুরাগ থানা, উত্তরা পূর্ব ও পশ্চিম থানার সকল বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত