দিঘলিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সৈয়দ জাহিদুজ্জামান:
দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে  উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় কমিটির সভা গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া নগরঘাট-রেলিগেট ফেরিঘাটে অতিরিক্ত টোল ও রেলিগেট পাড়ের চাঁদাবাজি বন্ধে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফেরিঘাটের অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  নির্দেশনা প্রদান করেন এবং খেয়া ঘাটের বৈধ ইজারাদার যাতে সঠিকভাবে টোল নিতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন। এছাড়াও দৌলতপুর খেয়া ঘাট পুরাতন লঞ্চ টার্মিনালের দ্রুত স্থানান্তরের জন্য সংসদ সদস্য নিজে জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে কথা বলবেন বলে জানান। তিনি সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, মুক্তিযুদ্ধা গাজী আজগর আলী, সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খান রওশন আলী, উপজেলা প্রকৌশলী আবু তারক সাইফুল কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়য়ের শিক্ষক মুশফিকুর রহিম, আড়ংঘাটা থানার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত