দেবিদ্বারে এগারগ্রাম বাজার সংলগ্ন ব্রীজটি ঝুঁকিপূর্ণ; ভোগান্তিতে এলাকাবাসী।

দেবিদ্বারে এগারগ্রাম বাজার সংলগ্ন ব্রীজটি ঝুঁকিপূর্ণ; ভোগান্তিতে এলাকাবাসী।

আলমগির হোসেন বাদশা। দেবিদ্বারে কালিকাপুর টু পীরগঞ্জ সড়কের এগারগ্রাম বাজার সংলগ্ন প্রায় দুই যুগ আগে নির্মিত মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ব্রীজটি গত এক যুগ ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রীজটি দিয়ে দৈনিক শতশত হালকা এবং ভারী যান চলাচল করছে। জরুরী ভিত্তিতে ব্রীজটি সংস্কার না করা হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয় লোকজন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ব্রীজটি’র উপরদিয়ে ইজিবাইক, সিএনজি, মালবোঝাই পিকাপ, ইটবোঝাই ট্রাক্টর, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে দীর্ঘদিন ধরে ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এলাকার হাজার হাজার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ এই ব্রীজটি’র ওপর দিয়ে যাতায়াত করে থাকেন। যেকোনো মুহূর্তে ব্রীজটি ধসে পড়তে পারে। ব্রীজটি মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আব্দুল মোতালেব বলেন প্রায় দুই যুগ আগে ব্রীজটি নির্মাণ হওয়ার পর গত কয়েক বছর আগে ব্রীজটি’র বিভিন্ন স্থানে ও নীচেরপ্লাষ্টার উঠে গেছে। স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় ব্রীজটি জোড়া তালি দিয়ে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আবারও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে ব্রীজটির উপরের অংশে দুটি বড় বড় খাদের সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয় গন্যমান্য লোকজন মালবোঝাই যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করলেও ওই নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন ব্রীজটি’র ওপর দিয়ে এর মধ্যেই যানবাহন চলাচল করছে। তিনি আরও বলেন, ‘আমরা দিনরাত দেখি এই ব্রীজটি দিয়ে কী পরিমাণ যানবাহন চলাচল করে। আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি, কখন যে দুর্ঘটনা ঘটে।’ বড় কোনো দুর্ঘটনা এড়াতে ব্রীজটি সংস্কার বা পুনঃনির্ন্মান করা জরুরি।’ ৪নং সুবিল ইউপি চেয়ারম্যান জনাব আবু তাহের সরকার এর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ব্রীজটি নির্ন্মানের ব্যপারে কোন বাজেট প্রনয়ন হয়নি। তবে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য তিনি ব্রীজটি অতিদ্রুত সংস্কারের আশ্বাস দেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম মেম্বারও ব্রীজটি অতিদ্রুত সংস্কারের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত