দেবিদ্বারে মীর আবদুল গফুর ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান।

দেবিদ্বারে মীর আবদুল গফুর ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান।

সাংবাদিক এম.জে.এ মামুন:

সোমবার সকালে কুমিল্লা জেলাস্থ দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রী কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক ও মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত নবীন বরণ, সাংস্কৃতিক ও মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, আওয়ামী লীগ উপজেলা সাধারন সম্পাদক এ.কে.এম মনিরুজ্জামান মাষ্টার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ, শিক্ষক নেতা মোসলেহ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামীম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ রুহুল আমিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সদস্য সচিব আবদুল মান্নান মোল্লা প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল এমপি বলেন, আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেড়িয়ে আসছেন। কিন্তু দেশের প্রয়োজনে কর্মসংস্থানে যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা হাতেগুণা। মানবিক ও মানসম্পন শিক্ষাবিহীন শিক্ষার্থীরা জাতির বোঝা।শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের প্রতিযোগীতার পাশাপাশি গুণগত ও মানবিক শিক্ষা অর্জনের প্রতি জোর দিতে হবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃতে এ দেশ হবে একটি স্বনির্ভর ও সমৃদ্ধশালী বাংলাদেশ। শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশ প্রেমিক হতে হবে। তোমরা শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তোমাদেরই সোনার বাংলাদেশ গড়তে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত