দ্বিতীয় পর্বে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

দ্বিতীয় পর্বে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

মোশারফ হোসেন: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে গতকাল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে চলেছে ঈমান ও আখলাকের ওপর বয়ান। শুক্রবার বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা চেরাগ আলী। বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী। আল্লাহু আকবর ধ্বনিতে মুখর কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ জুমার নামাজে শরীক হয়েছেন। ১৯ জানুয়ারি (রবিবার) আখেরি মোনাজাতের মাধ্য দিয়ে শেষ হবে ৫৫তম বিশ্ব ইজতেমা। শুক্রবার দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তাা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। এছাড়া অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে জুমার নামাজ আদায় করেছেন। এর আগে সকাল থেকে ইজতেমামুখী মানুষের ¯্রােত নামে টঙ্গীর তুরাগ তীরে। ইজতেমার দ্বিতীয় পর্বের আমির প্রকৌশলী ওয়াসেফুল ইসলাম জানান, পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভি এ ইজতেমায় আসবেন না। তার পক্ষে তাবলিগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন। তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এ ছাড়া বাংলাদেশের ৬৪ জেলা থেকে মুসল্লিরা দ্বিতীয় পর্বের এ ইজতেমায় অংশগ্রহণ করতে এসেছেন। তারা জেলা ভিত্তিক নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। তিনি আরও জানান, দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্ক থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা থেকে বিদেশি মেহমানসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ইজতেমাস্থলে হাজির হয়েছেন। এ পর্বে ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল অব্যাহত থাকবে রবিবার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। এদিকে ইজতেমায় অসুস্থ মুসল্লিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে জেলা স্বাস্থ্য বিভাগ, টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান ইজতেমা ময়দানের উত্তর পাশে নিউ মন্নু কটন মিলের ভেতরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছে। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ সরকারি সব দফতর সার্বক্ষণিকভাবে ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় ব্যস্ত সময় পার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত