ধামরাই কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, হুমকির মুখে আবাদি জমি ও বসতবাড়ি

ধামরাই কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, হুমকির মুখে আবাদি জমি ও বসতবাড়ি

নুর হোসেন ঃ ঢাকা জেলার রাজধানীর অদূরে অবস্থিত ধামরাই উপজেলার কৃষি জমির  উপরের অংশ উর্বর মাটি ও টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিকগণ ও কিছু অসাধু দালালরা। উর্বর মাটি ইটভাটায় চলে যাওয়ায় ফসলি জমির সর্বনাশ, বিধায় এলাকায় ফসল উৎপাদন কমছে। বিশেষ করে ধামরাই উপজেলায় বিখ্যাত চাউল ২৯ বিআর বাংলাদেশের অর্থ করি ফসল সর্বচ্চ বিক্রি হয়ে। কিন্তু দেখা যায় উক্ত ২৯ বিআর ধান উৎপাদন কম হওয়ায় চালের দাম ক্রমশই বাড়ছে।
> শুধু তাই নয় ভয়াবহ বির্পয্যয়ের সম্মুখিন হচ্ছে পরিবেশ। পাশাপাশি মাটি পরিবহন কারি ট্রলি ও ট্রাকগুলো যেনতেন ভাবে মাটি ভর্তি করে মহাসড়ক ও ইউনিয়নের গ্রামীন কাচা পাকা রাস্তাগুলোতে চলাচল করায় মাটি পরে রাস্তার ভিটামিন নষ্ট ও রাস্তা ভেংগে গিয়ে জনপদের মারাত্নক ক্ষতি হচ্ছে। এতেই বর্ষা আসলেই পাকা রাস্তার প্লাস্টার উঠে গিয়ে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়ে।ভাড়ি যানবাহন গ্রামীন রাস্তাগুলোতে চলাচলে কেউ বাঁধা না দেওয়ায় হুমকির মুখে  পড়ছে রাস্তাগুলো। এতে সরকারী আইন অনুযায়ী কৃষি জমির মাটি কাটা নিষিদ্ধ। এ-ই আইন লঙ্গনের সর্বোচ্চ দুই বছর কারাদন্ড বা দুই লাক্ষ টাকা জরিমানা বা উভয় বন্ডের বিধান রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে জানা গেছে, ডাউটিয়া,জালশা,সুতি পাড়া,নান্না দক্ষিণ বিল,শুয়াপুর,শ্রীরামপুর, বাথুলি,বড়চন্ডালসহ,শুয়াপুর ইউনিয়ন, সুতিপাড়া ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে ফসলি জমির মাটির চার/পাঁচ ফিট ইটভাটায় চলে যাচ্ছে। ভেকু(এক্সকাভেটর) দিয়ে কাটা হচ্ছে মাটি। ইটভাটার দালালরা মূলত কৃষকদের বিভিন্নভাবে ফুসলিয়ে বা ভূল বুঝিয়ে জমির মাটি সল্পমূল্যে ক্ষরিত করে তা ইটভাটায় বিক্রি করছে ভাটার মালিকদের কাছে। এতে লাভবান হচ্ছে ইটভাটার মালিকসহ একটি দালাল চক্র। তবে লোভে পরে কৃষকদেরও ক্ষতিসহ নষ্ট হচ্ছে ভূমির পরিবেশ ফসল ও চলাচলের রাস্তাঘাট। তাই বছর প্রতি অবৈধভাবে ইটভাটার সংখ্যাও বেড়ে যাচ্ছে। উপজেলার ২২৯টি ইটভাটা রয়েছে, তার মধ্যে ৪০/৪৫টি ব্যাতিত বাকিগুলো অবৈধভাবে স্হাপন করা হয়েছে।ইটভাটায় মাটি বহন করে নিয়ে যাওয়ায়। এক ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞেস করলে এ-ই মাটি কোন ভাটায় যাচ্ছে সে তা বলতে রাজি নয়। তবে মাটি বা যেকোনো ধরনের জিনিস টাকার বিনিময়ে বহন করা তার পেশা বলে কেটে পরে। উপজেলার কৃষি কর্মকর্তার নিকট জিজ্ঞেস করলে, তিনি বলেন উর্বর মাটি তৈরী হতে অনেক বছর সময় লাগে। একটি উদ্ভিদের ১৬ প্রকার খাদ্যের মধ্যে মাটিতে ১৩ প্রকার খাদ্য উপাদান রয়েছে। ফসলি জমির উপরের ভাগের ৪/৬ ইঞ্চি বেশী উর্বর। তবে এভাবে উর্বর মাটি ভাটায় চলে গেলে ভবিষ্যতে ৩০/৪০ শতাংশ হারে ফসল উৎপাদন হ্রাস পাবে। প্রশাসনের পক্ষ থেকে প্রায় অভিযান চালিয়ে ইটভাটায় বিভিন্ন জরিমানা আদায় করার পড়েও তার নিয়ন্ত্রণ হচ্ছেনা। এ-ই বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ উর্ধতন কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করছেন কৃষকসহ এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত