ধামরাই তুচ্ছ ঘটনায় প্রাণ নাশের চেষ্টা আহত-০১

ধামরাই তুচ্ছ ঘটনায় প্রাণ নাশের চেষ্টা আহত-০১


সাঈম সরকার,
ধামরাই উপজেলার ৪নং যাদবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আমছিমুর গ্রামের মোঃ ইব্রাহীম পিয়াদা নিজ বাড়ির উঠানে তারের উপরে কাপড় শুকাতে দেন। একই উঠান দিয়ে সন্ত্রাসী ফরহাদ গং যাওয়ার সময় এভাবে কাপড় শুকাতে দেয় বলে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। তর্ক বিতর্কের এক পর্যায়ে সন্ত্রাসী ফরহাদ গং দেশীও অস্ত্র সহস্ত্র সুসজ্জিত অবস্থায়, সুপরিকল্পিত ভাবে অনাধিকার প্রবেশ করেন এবং ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দ্যেশে মোঃ আলমঙ্গীর কে এলাপাতাড়ি ভাবে বেপরোয়া মাথায় কোপাতে গেলে, কোপকে দুহাত দিয়ে পতিহত করার চেষ্টায় আহত আলঙ্গীর এর দুই হাতের কব্জি ও হাড় সহ কেটে যুলে পড়ে। কোপ খাওয়া আহত আলমঙ্গীর এর আত্মচিৎকারে এলাকা বাসী দৌড়ে আসলে সন্ত্রাসী ফরহাদ গন দ্রুত ঘটনার স্থল থেকে দলবল নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য আলমঙ্গীর কে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ৬তলা ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছে। ০১-০২-২০২০ ইং তারিখে আনুমানীক সন্ধ্যা ৭ ঘটিকার সময় ঘটনাটি ঘটে। সূত্রে যানাযায় পূর্ব শত্রুতার জেরধরে ঘৃণীত এই প্রান নাশের চেষ্টা চালানো হয়েছে। আহত আলমঙ্গীর হোসেন এর পিতা বাদী মোঃ ইব্রাহীম পিয়াদা এ ব্যাপারে ধামরাই থানায় ৪ জন কে আসামী করে একটি মামলা দ্বায়ের করেন। যাহার নং-০৩/২০২০ ইং। বিবাদী গন হলেন ১। মোঃ ফরহাদ পিয়াদা, ২। মোঃ আলতাব হোসেন (৩৫), পিতাঃ ফরহাদ পিয়াদা, ৩। মোসাঃ কুলসুম খাতুন, স্বামীঃ ফরহার পিয়াদা, ৪। মোসাঃ লিপি আক্তার (৩০), স্বামী আলতাব পিয়াদা। এব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ ফরিদুল ইসলামের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, মামলা অন্তর ভূক্ত হয়েছে। আসামিরা পলাতক রয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত