নওগাঁয় সাংবাদিক উত্তালকে নির্যাতন করায় প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নওগাঁয় সাংবাদিক উত্তালকে নির্যাতন করায় প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আব্দুল ওয়াহেদ হোসেন আজাদঃ নওগাঁ জেলার আত্রাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি সরদার মাহমুদুল হক (উত্তাল) এর উপর নির্যাতনের প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে নওগাঁ মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।নওগাঁ জেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে সোমবার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দীন টগর এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দীক, যুগ্ন সাধারন সম্পাদক ও মোহনাটিভির জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি একে সাজু, The daily Citizen Time, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাংবাদিক এবং বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরাম নওগাঁ জেলার সভাপতি সাংবাদিক এ,বি,এম হাবিবুর রহমান হাবিব ও জয়যাত্রা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি ফারমান আলী, সাংবাদিক ও মানবাধীকার মোঃ শফিকুল ইসলাম শফিক, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক আব্দুল ওয়াহেদ হোসেন আজাদ, বিপ্লব প্রমূখ।মানববন্ধনে বক্তরা সকল সাংবাদিক নির্যাতন বন্ধসহ অবিলম্বে উত্তাল মাহমুদের উপর ভুমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলা ও মারপিরটের ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।উল্লেখ্য, আত্রাই উপজেলার বান্দাইখাড়া দারগা পাড়ায় অবৈধ ভাবে বালু উত্তলনের খবর পেয়ে পেশাগত দ্বায়ীত্ব পালনে গিয়ে সাংবাদিক উত্তাল মাহমুদকে ভুমিদস্যু ও সন্ত্রাসী আব্দুল খালেক বিশা ও তার বাহিনী কর্তৃক অতর্কিত হামলা ও মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে নওগাঁর আত্রাই থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৭, এ পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয় নাই। সন্ত্রাসী আব্দুল খালেক বিশা ও তার সহযোগীদের হামলায় আহত সাংবাদিক সরদার মাহমুদুল হক উত্তাল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত