নওগাঁর মান্দায় নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেটসহ দোকানদার ও মাদকসেবীর কারাদন্ড

নওগাঁর মান্দায় নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেটসহ দোকানদার ও মাদকসেবীর কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দায় নিষিদ্ধ নেশা জাতীয় ১০০ গ্রাম প্যাথেডা ও ১০ গ্রাম ক্রিপসিল ট্যাবলেট সহ এক ব্যবসায়ী ও এক সেবনকারীকে আটক করা হয়েছে। এরা হলো, মান্দা উপজেলার পার-নুরুল্যবাদ গ্রামের ছমির উদ্দিন সরদারের ছেলে ঔষধ ব্যবসায়ী স্বাধীন ফার্মেসীর মালিক মজিবর রহমান (৪৫) এবং সেবনকারী দ্বারিয়াপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে রায়হান আলী (৩২)। রোববার বেলা ৩টার সময় উপজেলার পাঁজরভাঙ্গা বাজার থেকে নিষিদ্ধ এসব নেশা জাতীয় ট্যাবলেটসহ দু,জনকেই আটক করা হয়।পাঁজরভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি একরামুল হক জানান, আমি নিজে ও স্থানীয়রা দীর্ঘদিন ধরে ঐ ব্যবসায়ীকে নেশা জাতীয় এ ট্যাবলেট বিক্রির জন্য বারবার নিষেধ করা হয়েছিলো, তারপরও সে কাহারো কথাকে তোয়াক্কায় করতো না এবং দিদারসে এই নিষিদ্ধ ট্যাবলেট বিক্রি করে আসছে, আর যুবসমাজকে ধংসের পথে নিয়ে যাচ্ছে। ঘটনার দিন তাদের আটক করে থানায় খবর দেয়া হয়।
মান্দা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাদের আটক করা হয়। পরে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষিদ্ধ এসব নেশা জাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে ব্যবসায়ী মজিবর রহমানের ৩ মাস ও কেনার অভিযোগে সেবনকারী রায়হান আলীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।
মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত জানান, আসামীদের জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত