নওগাঁর সাপাহার সীমান্তের ভারতের অভ্যন্তরে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের ভারতের অভ্যন্তরে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

হাবিবঃ নওগাঁর সাপাহার সীমান্তের ভারতের অভ্যন্তরে বাংলাদেশী গরু ব্যবসায়ী হাসিম উদ্দীনকে (২৬) বিএসএফ আটক করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা হাঁপানিয়া সীমান্তের ভারতের মালদা জেলার কেদারীপাড়া এলাকায় এ আটকের ঘটনা ঘটেছে। আটককৃত হাসিম উদ্দিন সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে ও গরু ব্যবসায়ী। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার রাতের কোন এক সময় সাপাহার ও পোরশা উপজেলার কিছু গরু ব্যবসায়ীর অবৈধ্য ভাবে গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশ করেন। বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে হাঁপানিয়া ২৩২নং মেইন পিলার এলাকা দিয়ে দেশে আসার চেষ্টা করলে ভারতের অভ্যন্তরে মালদা জেলার কেদারীপাড়া এলাকায় বিএসএফ-১৫৯ কেদারীপাড়া এর যোয়ানরা ধাওয়া করে হাসিমকে আটক করে। তবে অন্যরা ভারতে আতœগোপন ও বাংলাদেশে চলে এসেছেন।বিজিবি-১৬ (নওগাঁ) হাঁপানিয়া ক্যাম্পের হাবিলদার খায়রুল ইসলাম জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। বিজিবি-১৬ (নওগাঁ) এর অধিনায়ক লে: কর্ণেল একেএম আরিফুল ইসলামের সেল ফোনে বারবার যোগাযোগ করা হলেও ফোন রির্সিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত