নওগাঁয় অটো চার্জার ছিনতাইকারী গ্রেফতার-৪

নওগাঁয় অটো চার্জার ছিনতাইকারী গ্রেফতার-৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় অটো চার্জার (টমটম) ছিনতাইকারীর সক্রীয় ৪ সদস্যকে অটোচার্জার (টমটম) সহ গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানার পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার বেলা ১২টায় সদর মডেল থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার খাগড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে নয়ন (২৮), খাস নওগাঁ মহল্লার গোলাম মোস্তাফার ছেলে রাজিব আহম্মেদ (৩০), মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত রহিমের ছেলে রফিকুল ইসলাম (২৩), গোলাম রাব্বানীর ছেলে জুয়েল হোসেন (২৯)। প্রেস ব্রিফিংয়ে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া (বিপিএম) জানান, ১৯ আগষ্ট রাত ৯টায় মান্দা উপজেলার ভোলা বাজার থেকে মৈনম ফকিরপাড়ার জৈনিক অটোচার্জার চালক রাসেল নামে একজনের অটো চার্জার ২৫০টাকায় ভাড়া করে নিয়ে মহাদেপুরের চকগৌরী বাজারের উদ্দেশ্যে রওনা দেয় ৪জন। চকগৌরী বাজারে পৌছলে চালককে কুতুবপুর গ্রামে নেমে দেওয়ার জন্য বললে চালক সেখানে যাওয়ার পথে তাড়াতবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আগে, ছিনতাইকারীরা চালকের গলা ও মুখ চেপে ধরে ও মারপিট করে অটো চার্জারটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই চালক অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ২১আগষ্ট সদর থানায় মামলা দায়ের করলে সেই মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অটো চার্জারসহ ওই চার আসামিকে অটোচার্জার সহ গ্রেফতার করে। গ্রেফতারের পর এই ঘটনার সাথে জড়িত বলে আসামিরা স্বীকার করে।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা হোসেন ও আবু সাঈদ, সদর মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওযার্দী হোসেন, ওসি তদন্ত  ফয়সাল বিন আহসান, ওসি অপারেশন তাজমিলুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত