নওগাঁয় বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ২০ বছর পূর্তি উৎসব পালিত

নওগাঁয় বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ২০ বছর পূর্তি উৎসব পালিত

হাবিব : নওগাঁয় বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ২০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। গত ৩০ জানুয়ারি শহররে মুক্তির মোড়ে প্রতিষ্ঠান চত্বরে শিক্ষার্থী, অভভিাবক ও শুভানুধ্যায়ীদরে স্বতস্ফুর্ত অংশগ্রহণে উৎসবটি পালিত হয়। এ অনুষ্ঠানটি ফিতা কেটে ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধীকার কমিশন, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান চন্দন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী সরকারি কলেজের সহকারি অধ্যাপক এস এম শওকত হোসেন। ২০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি নানা কর্মসূচি হাতে নেয় তন্মধ্যে চকলেট কুইজ প্রতিযোগীতা, প্লেন উড়ানো, যাদু পরিবেশন, শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও সনদ প্রদান, বসুন্ধরা কম্পিউটারের ২০ তম মুকুট কন্যা, শ্রেষ্ঠ শিক্ষার্থী (প্রিয় মুখ), ও সেরা মন্তব্যকারী নির্বাচন অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠান যথাক্রমে- শিক্ষার্থী নওগাঁ বিএমসি মহিলা কলেজ, নওগাঁ সরকারি কলেজ, ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আই এস টি বিভাগ, ছবির হাট ছবির হাট চারুকলা বিদ্যালয়, স্বপ্ন স্বারথী পাবলিক লাইব্রেরী ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন ফুলেল শুভেচ্ছা জানান। শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও সনদপত্র ও শুভেচ্ছা উপহার প্রদান পর্বে ১ম স্থান সিথি সাহা, ২য় স্থান খোকন ও ৩য় স্থান: মো: রিফাত হোসেন অধিকার করেন। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন (প্রিয় মুখ) পর্বে শিক্ষার্থী- জান্নাতুন নাঈম জ্যোতি, সেরা মন্তব্যকারী পর্বে এমরান হোসেন ও ২০তম মুকুট কন্যা পর্বে মুকুট ও সোল্ডার বেল্ড পরার গৌরব অর্জন করেন মারুফা খানম রিতু। শিক্ষার্থী কর্তৃক বিভিন্ন বিনোদন মুলক অনুষ্ঠান, বসুন্ধরা কম্পিউটারের শিক্ষার্থী কর্তৃক যৌতুকের অভিশাপ নাটিকাটি মঞ্চস্থ হয় আর এস এস এস বি আইটি, তাসনুভা কম্পিউটার মেলোডি কম্পিউটার, নিউক্যাসেল কম্পিউটার, স্বদেশ কম্পিউটার, নওগাঁ এর সৌজন্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি খোরশেদ আলম রাজুর সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের পরিচালক তোফাজ্জল তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত