নওগাঁয় মুক্তিযোদ্ধার জমিতে প্রাচীর নির্মানে বাঁধা দেওয়ায় মারামারী ও মামলার অভিযোগ

নওগাঁয় মুক্তিযোদ্ধার জমিতে প্রাচীর নির্মানে বাঁধা দেওয়ায় মারামারী ও মামলার অভিযোগ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার হাঁসাগাড়ী ইউনিয়নের ভীমপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের জমিতে জবরদস্তি করে প্রাচীর নির্মানে বাঁধা দিতে গেলে, উভয় পক্ষের মারা-মারীতে উভয় পক্ষের ৪ জন আহত হয়ে পাল্টা-পাল্টি মামলা করেছে।স্থানীয়বাসীরা জানায়, ঘটনার দিন ২৯/০৮/২০২০ ইং তারিখ রোজ শনিবার অনুমান সকাল ৯ টায়। বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের পৈতৃক সুত্রে প্রাপ্ত জমিতে হঠাৎ করে জুলেখা বেওয়া, মহুয়া বেগম, খায়রুল বাশবর, জনাব আলী, বাবু, সজিব, কাজের মিস্ত্রীসহ লোকজন ভাড়া করে, বিনা অনুমতিতে জবর দখল করে প্রাচীর নির্মানের কাজ শুরু করে। (ভীমপুর মৌজা,আর এস নং ১৪০ ও ১৪১, দাগ নং- ১৩৩১ ও ১৩৩২,জে এল নং- ২২ পরিমান ৪০কাতে ৩ শতাংশ ৩ ছাটাক।) যাহার খাজনা,চেকসহ সকল প্রকারের কাগজপত্র তাহার সম্পর্ন রহিয়াছে বলে বীর মুক্তিযোদ্ধার জানায়। এবং সে জমির উপর ১৪৪ ধারার মামলা রয়েছে যাহার নং ১৭৫, বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলে বাবু তাদের জমিতে ইট দিয়ে প্রাচীর করার কারন জানতে গেলে, প্রতিপক্ষরা একত্রিত হয়ে হাতে লাটি সোটা,লোহার রড, হাঁসুয়া নিয়ে চড়াও হয়ে বাপ ছেলেকে এলোপাতারী ভাবে মারতে শুরু করে। তারা মাটিতে লুটিয়ে পড়লে, এক পর্যায়ে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষে, নিজেদের লাটির আঘাতে বাবু ও জনাব আহত হয়। বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল ও তার ছেলে অসুস্থ্য থাকার সুযোগ নিয়ে জমি দখলকারী জুলেখা গংরা নওগাঁ সদর মডেল থানায় গিয়ে, আগেই উল্টো ৫ জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে বলে মুক্তিযোদ্ধা জানায়। জুলেখা বাঁকী যে ৩ জনকে আসামী করেছে, সেটা সম্পুর্ন মিথ্যা, কারণ সেখানে তারা উপস্থিতিই ছিলো না বলে স্থানীয়রা জানায়। এবিষয় গুলো নিয়ে দু,পক্ষই মামলা করেছে। জবর দখলকারী জুলেখা গংরা মুক্তিযোদ্ধা একে ফজলুল হক ও তার ছেলে বাবুকে মারপিট করে কয়েক দিন অসুস্থ করে রেখে নিজেরাই থানায় গিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করে। পরর্বর্তীতে মুক্তিযোদ্ধা ও তার ছেলে একটু সুস্থ্য হয়ে, মোকাম নওগাঁর ০১ নং আমলী আদালতে মামলা করলে, সেটি এজাহার স্বরুপ গ্রহন করার জন্য নওগাঁ সদর মডেল থানাকে নির্দেশ দিলে সদর থানা তা গ্রহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত