নওগাঁ মহাদেবপুর সরকারী নিয়মনীতি মেনে চলছে মহাদেবপুর গরু-ছাগলের হাট

নওগাঁ মহাদেবপুর সরকারী নিয়মনীতি মেনে চলছে মহাদেবপুর গরু-ছাগলের হাট

হাবিবঃ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর গরু-ছাগলের হাট সরকারী নিয়ম নীতি মেনে হাট পরিচালনা করছেন কর্তব্যরত্ব সদস্যরা। প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার হাট বসে থাকে। তবে স্থানীয়রা জানায়, বুধবারে ছোট হাট হয়, ১৫/১৬ টি ছাগল আমদানি হয়ে থাকে, কিন্তু কোন গরু আমদানি হয় না। তবে শনিবার বড় ধরনের গরু-ছাগলের হাট হয়ে থাকে। গত শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, মহাদেবপুর বগের মোড় হইতে একটু পশ্চিমে ভুমি অফিসের পার্শে ছাগলের হাট। মোটামুটি ছাগলের আমদানি হয়েছে। মুখে ম্যাক্স ও দুরত্ব বজায় রেখে সুন্দর পরিবেশে চলছে ছাগলের হাট। ৩ জন সদস্যরা মিলে সুন্দর ও সুশৃংখোল ভাবেএই হাটটি পরিচালনা করছেন। সদস্যরা হলেন, মহাদেবপুর উপজেলা সার্ভেয়ার, মোঃ এমদাদুল হক ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ সুত্রধর এবং মোঃ ফজলুল হক।ক্রেতা বিক্রেতাদের কাছে জানা যায়, মহাদেবপুর গরু-ছাগলের হাটে পরিবেশ সুন্দর ও ভালো হওয়ায় এবং সঠিক ভাবে হাট পরিচালনা হওয়ায় তাহারা এই হাটে কেনা বেচা করে থাকে। নওগাঁ জেলার অন্যান্য হাটে ছাপার টাকা বেশী নিলেও এই মহাদেবপুর হাটে তা নেয় না, ছাগল কিনলে, প্রতি ছাগলে সরকারী রেট অনুযায়ী ১৫০/-  টাকা করেই নিচ্ছে। এবং গরু প্রতি ৪০০/- টাকা।  হাট কমিটির সদস্যরা জানান, করোনা ভাইরাসের কারনে আশানুরুপ গরু-ছাগলের আমদানি হওয়া নাই এবং বন্যার কারনেও বেচা-কেনা হয় নাই তবে আমরা সরকারী সকল প্রকার নিয়মনীতি অনুস্বরন করে হাট পরিচালনা করতেছি এবং আশা করছি আগামীতে বেচা- অনেক ভালো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত