নরেন্দ্র মোদি পূণরায় ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে কাশ্মিরকে ভারতের অংশ করা হবে

নরেন্দ্র মোদি পূণরায় ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে কাশ্মিরকে ভারতের অংশ করা হবে

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করার ৬ মাসের মধ্যেই পাকিস্তান শাসিত কাশ্মির (আজাদ কাশ্মির) ভারতের অংশ হয়ে যাবে।

রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মহারাষ্ট্রের পালঘরে নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে বিস্ফোরক এই দাবি করেন যোগী। এ সময় পালঘরে মুম্বাই নর্থ সেন্ট্রাল, ধুলে এবং পালঘরের বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করছিলেন আদিত্যনাথ।

নির্বাচনী জনসভা থেকে যোগী আদিত্যনাথ এমন দাবি করার পর ভারতের জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। দেশটিতে নির্বাচনী দামামা বাজার পর থেকেই বিজেপি নেতাদের অনেকের মুখেই পাকিস্তান শাসিত কাশ্মির নিয়ে নানা দাবি ও মন্তব্য শোনা যাচ্ছিল। গেরুয়া শিবিরের তরফ থেকে বার বার দাবি করা হচ্ছিল, পাকিস্তান শাসিত কাশ্মির খুব শিগগিরই ভারতের সাথে জুড়ে যাবে। তবে এক্ষেত্রে কোনো সময়সীমা বেঁধে দেননি কোনো নেতাই।

এমনকি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন, পাকিস্তান শাসিত কাশ্মিরের জনগণ নিজে থেকেই ভারতের সাথে জুড়ে যাবে। তবে যোগী আদিত্যনাথের এবারের দাবি সব মন্তব্য ও দাবিকে ছাড়িয়ে গেছে। এজন্যই মূলত ভারতের জাতীয় রাজনীতের শোরগোল।

ওই জনসভায় আদিত্যনাথ আরো বলেছিলেন, পাকিস্তানের পরিস্থিতি এখন খুবই শোচনীয়। তারা কাশ্মিরকে আর সামলাতে পারছে না। পাকিস্তান শাসিত কাশ্মিরের লোকেরা ভারতের সাথে মিশে যেতে চায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত