নেত্রকোণায় শিক্ষার্থীকে ধর্ষণ, মুখ খুললে হত্যার হুমকি, তিন দিনেও মামলা রেকর্ড হয়নি

নেত্রকোণায় শিক্ষার্থীকে ধর্ষণ, মুখ খুললে হত্যার হুমকি, তিন দিনেও মামলা রেকর্ড হয়নি

নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দবিরুল ইসলাম এর ছেলে ফজলে রাব্বী (২৪) এর বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগীর সৎমা আকলিমা আক্তার (২০) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়ের করার তৃতীয় দিনেও থানায় মামলাটি রেকর্ডভুক্ত করেনি বলে জানান বাদীপক্ষ। এদিকে মামলা করলে ভুক্তভোগীকে খুন করবে বলে হুমকি দিয়ে আসছে অভিযুক্ত রাব্বী ও তার পরিবার।
অভিযুক্ত ফজলে রাব্বী নেত্রকোনা সদরের মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের মোঃ দবিরুল ইসলামের ছেলে। সে পেশায় সিএনজি চালক। তার স্ত্রী ও ৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।
ভুক্তভোগী সাদিয়া আক্তার একই গ্রামের মোঃ রিপন মিয়ার মেয়ে। সে সদর উপজেলার সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা রিপন মিয়া বর্তমানে প্রবাসে রয়েছেন। ভুক্তভোগীর মা ২ বছর আগে দুর্বৃত্তদের হাতে নিহত হন।
ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত রাব্বী সাদিয়া কে কুপ্রস্তাব দিয়ে আসছে। গত বুধবার (১৭ মে) দুপুরে ভুক্তভোগীর মা বাজারে যান এবং বিকেল চারটার দিকে তিনি বাসায় এসে রাব্বীকে তাদের ওয়াশরুম থেকে বের হয়ে যেতে দেখেন।
অন্যদিকে ভুক্তভোগীকে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক চিৎকারে রাব্বীর পরিবার ও আশেপাশের মহিলারা ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান ও চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ময়মনসিংহ হস্তান্তর করে।পরে ময়মনসিংহের চিকিৎসকের কেন পরামর্শ ছাড়াই চলে আসে ও ভয়ভীতি দেখান রাব্বি ও তার পরিবার।
ভুক্তভোগী জানান, আমার মা দুপুরে বাজারে যান। খালি ঘর দেখে কিছুক্ষণ পর কৌশলে ঘরে ডুকে দরজা আটকে দেয় রাব্বী। পরে চিৎকার করার চেষ্টা করলে সে মুখ চেপে ধরে এবং মায়ের মতো খুন করার ভয় দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে । এসময় কান্নাকাটি করে অজ্ঞান হয়ে পড়ি। অভিযুক্ত রাব্বীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভুক্তভোগী।
এদিকে অভিযুক্ত রাব্বী ও তার বাবা মা কে না পেলে ও তার এক ফুফু শিল্পী আক্তার বলেন, আমার বাসা শম্মুগঞ্জ নেত্রকোনা সদর হাসপাতাল থেকে অজ্ঞান অবস্থায় যখন সাদিয়াকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায় এর অনেকক্ষণ পরে জ্ঞ্যান ফিরে আসে এরপর তাকে আমার বাসায় নিয়ে আসি এবং রাত থেকে সকালে বাড়িতে ফিরে যায়। ডাক্তাররা জানায় কোন চাপ বা টেনশন থেকে অজ্ঞান হয়ে গেছে । এছাড়াও তিনি বলেন,যদি আমার ভাতিজা যদি এমন কাজ করে তাকে তাহলে তার উপযুক্ত বিচার আমরাও চাই।
এব্যপারে অভিযোগের দায়িত্বরত এস আই জহিরুল ইসলাম বলেন, অভিযোগ টি এখনো এজাহার হয়নি তবে তা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামি গ্রেফতার করা চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত