নেত্রকোনার আটপাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

নেত্রকোনার আটপাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ৩রা সেপ্টেম্বর সারা জেলার ন্যায় করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশক্রমে এবং আটপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ সভায় করোনা সংক্রমণে করণীয় বিষয়াদি নিয়ে উপস্থিত অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। সারা জেলার ন্যায় আটপাড়া উপজেলা প্রশাসন জোরে শোরেই আগামী ১০ই সেপ্টেম্বর হতে উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণে সচেতনা মূলক প্রচারণা শুরু করবে। নেত্রকোনা জেলায় এক লক্ষ মাক্স বিতরণ এর অংশ হিসেবে বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় ১০০০ মাস্ক এবং উপজেলা যুবলীগ সহ ব্রাক, ডিএসকে, সাথী, বার্সিক, এনজিও এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে মাস্ক দিয়ে এবং উপস্থিত থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, আটপাড়া থানা ওসি তদন্ত খোকন সাহা, প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযুদ্ধা বৃন্দ, আওয়ামী লীগ নেতা সাইদুল হক তালুকদার, শাহজাহান কবীর, আব্দুল হান্নান, যুবলীগ সভাপতি নিজাম ইয়ার খান, সাধারণ সম্পাদক রোকন উজ্জামান রোকন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এনজিওর প্রতিনিধিবৃন্দ, উপজেলা সাংবাদিক ফোরামেরর সভাপতি মোঃ রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল সহ সাংবাদিকবৃন্দ, সভায় বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমণে সচেতনতামূলক প্রচারে ট্যাগ অফিসার নিয়োগ সহ বিভিন্ন স্থান নির্ধারণ করা হয় । যেখান থেকে সচেতনতামূলক প্রচার এবং মাস্ক বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত