শিরোনাম :
পাগলাপীরে বেতগাড়ী সড়কের কার্পেটিং উঠে বেহাল ভগ্নদশা সৃষ্টি

পাগলাপীরে বেতগাড়ী সড়কের কার্পেটিং উঠে বেহাল ভগ্নদশা সৃষ্টি

পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে বেতগাড়ী গংগাচড়া পাগলাপীর সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে গর্ত নামক মরন ফাঁদ সৃষ্টি হয়ে পড়ায় চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন সড়কে চলাচলরত নানা যানবাহনের মালিক চালক সহ পথচারীরা। জানাগেছে পাগলাপীর বেতগাড়ী গংগাচড়া সড়ক জেলার একটি জনগুরুত্বপূর্ন সড়ক হলেও সাম্প্রতি সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ছে। বিশেষ করে সড়কটির জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের মিলনের পানের দোকানের সামন, কৈকুরির ব্রীজের পাড়, ধনতোলার চাতালের পাড়, ঠাকুরপাড়া মোড়, ধনতোলা ব্রীজের পাড়, নাক কাটির মোড়, খাটারির মোড়, শাহপাড়ার মোড়, তেলমল ও বেতাগাড়ী বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটির শতাধিক স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে গর্ত নামক মরন ফাঁদ সৃষ্টি হয়ে পড়ছে। এই সব মরন ফাঁদ নামক গর্তগুলো এক ফুট গভির কোথাও আবার দেড় দুই ফুট পর্যন্ত গভির হওয়ায় প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনার নানা অপ্রতিকার ঘটনা আশাংকা হারে বেড়েই চলছে। চলতি ২০২০ ইং সালের গত আগষ্ট মাসে উক্ত সড়কে ২৫টি দূর্ঘটনা ঘটেছে। এই সব দূর্ঘটনার মধ্যে সড়কের গর্ত নামক মরন ফাঁদে ৫টি গরু ভর্তি ট্রাক উল্টে চালক ও ব্যবসায়ী সহ ১০ জন আহত, ৫টি রিক্সা ভ্যান উল্টে চালক যাত্রী সহ ২০ জন, ৫টি মটর সাইলেক উল্টে ১৫ জন চালক আরোহী ও ৫টি অটো উল্টে ৪৫ জন চালক যাত্রী সহ ২৫টি দূর্ঘটনায় ৮০ জন চালক, আরোহ, যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্বরজমিনে ধনতোলার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গুরুদাস গোস্বামী, অভিনেতা ইকবাল হোসেন ও মনিরুজ্জামান সহ বিভিন্ন মহল সাংবাদিক কে বলেন সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয় উঠে গর্ত সৃষ্টি হয়ে পড়ছে। এতে করে সড়কে চলাফেরা করা কঠিন হয়ে পড়ছে, প্রতিদিনে ঘটছে দূর্ঘটনা। তারা আশাংকা প্রকাশ করে বলেন সড়কটিতে যেভাবে গর্ত নামক মরনফাঁদ সৃষ্টি পয়ে পড়ায় যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘনায় প্রানহানী ঘটতে পারে। শাহ পাড়া গ্রামের বাসিন্দা সদর উপজেলা আওয়ামীযুবলীগের যুগ্ন আহবায়ক এস এম তায়েফে আযম সুমন সহ পাগলাপীরের বিভিন্ন মহল সাংবাদিক কে বলেন পাগলাপীর বেতগাড়ী সড়কটির কার্পেটিং পাথর খোয়া উঠে যে ভাবে গর্ত সৃষ্টি হয়ে পড়ছে তাতে করে সড়কটিতে দিন দিন যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ছে। খলেয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ধনতোলা ওয়ার্ড শাখার সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোজাহারুল ইসলাম প্রামানিক তুফান সাংবাদিক কে বলেন সড়কটির ধারন ক্ষমতার চেয়ে পরিবহন চলাচলের সংখ্যা ৪ গুন বেশি। এ ব্যাপারে সড়কে চলাচলরত পাগলাপীর, ধনতোলা ও বেতগাড়ী এলাকার ভুক্তভোগী জনগন অভিলম্বে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত