পাটগ্রামবাসী ব্যাপক যানজট ও ভোগান্তির শিকার

পাটগ্রামবাসী ব্যাপক যানজট ও ভোগান্তির শিকার

লালমনিরহাট প্রতিনিধি,মোঃ ফরহাদ হোসেনঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সড়কের কাজ চলায় সড়কে ব্যাপক যানজট ও ভোগান্তির শিকার হতে হয় জনসাধারণকে । এর ফলে যেমন স্কুল কলেজ থেকে শুরু করে অফিসের লোকজনসহ সকলকেই এই যানজটের শিকার হয় । আর এই যানজটের প্রধান কারণ হল বুড়িমারী স্থল বন্দর থেকে পাটগ্রাম পর্যন্ত বাইপাস রাস্তা থাকলেও এগুলো সংস্কার বা পাকা হয়নি । তাই বুড়িমারী থেকে পাটগ্রামে যাতায়াত রত লোকদেরকে এই মহাসড়কটি অতিক্রম করতেই হয় এর ফলে যেমন লোকজন ভোগান্তির শিকার হচ্ছে তেমনি রাস্তার কাজ পিছিয়ে যাচ্ছে বলে জানান সড়কে কর্মরত লোকজন । সড়ক ঘুরে দেখা গেছে প্রায় প্রতিদিনই যানজটের মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষ । পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজ , আমানতুল্ল্যা প্রধান মাধ্যমিক বিদ্যালয়, বুড়িমারী হাশর উদ্দিন উচ্চ বিদ্যালয়,সফিয়ার রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, পাটগ্রাম তারকনাথ টি এন,পাটগ্রাম সরকারি কলেজ, পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাদের প্রত্যাশিত সময় ক্লাসে উপস্থিত হতে পারছে না । এর ফলে যেমন তাদের ক্লাস ব্যাহত হচ্ছে তেমনি শিক্ষকরাও উদ্বিগ্ন এই মহাসড়কের যানজট নিয়ে । পাটগ্রাম এলাকার বাসিন্দারা মনে করে যদি বুড়িমারী থেকে পাটগ্রাম পর্যন্ত যতগুলো বাইপাস রাস্তা আছে সেগুলো সংস্করণ ও পাকা করা হয় তাহলে উক্ত সমস্যার সমাধান হবে বলে মনে করেন ভুক্তভোগী এলাকাবাসীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত