ফেনীতে সবুজ আন্দোলন’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীতে সবুজ আন্দোলন’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনী অফিসঃ “খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশকে সবুজায়নের লক্ষে সবুজ আন্দোলনের ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। এরই মধ্যে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বিভিন্ন জেলা শাখা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
তারই ধারাবাহিকতায় ১৬ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায়, সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার উদ্যোগে দৈনিক স্বাস্থ্য তথ্য ফেনী অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, 
 সংগঠনের জেলা যুগ্ম আহবায়ক  আলমগীর হোসেন রিপন ও সবুজ আন্দোলনের ফেনী জেলা যুগ্ম আহবায়ক নুরুল হুদা রাসেল মিয়াজীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সবুজ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির। প্রধান আলোচক ছিলেন, সাপ্তাহিক চট্টবানীর সম্পাদক ও প্রকাশক নরুল কবির।বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সবুজ আন্দোলন ফেনী জেলার উপদেষ্টা সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক ও প্রকাশক এনএন জীবন,মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্রের চেয়ারম্যান, ডা.শাহাদাত হোসাইন, ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, বণিক বার্তার ফেনী প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, লালপোল সোলতানীয়া মাদ্রাসার নায়েবে মোহতামীম মূফতি সালমান বিন মন্সুর, দৈনিক আমার সংবাদের ফেনী প্রতিনিধি মিজানুর রহমান,সোহাগ ডেইরি পাম্প সোনাগাজীর স্বত্বাধিকারী আরিফুর রহমান সোহাগ।এসময় আরো উপস্থিত ছিলেন,  দৈনিক সমসাময়িক প্রতিদিনের নির্বাহী সম্পাদক এম শরীফ ভূইয়া,  সীতাকুন্ড উপজেলা আহবায়ক সাইফুল ইসলাম, ইসলামী হোমিওরিসার্চ সেন্টারের ফেনীর অফিস সহকারী, মুহা.রফিকুল ইসলাম,  সোনাগাজী উপজেলা আহবায়ক ওমর ফারুক আরিফ,মুহাম্মদ হোসাইন প্রমুখ।আলোচনা সভায় অতিথিবৃন্দ সবুজ আন্দোলনের ভূয়সী প্রশংসা করে সংগঠনের কার্যক্রমকে আরো সুদূর প্রসারিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এবং শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত