বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহে ডিএসইর ওয়েবিনার বিকেলে

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহে ডিএসইর ওয়েবিনার বিকেলে

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি ও বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করতে সপ্তাহব্যাপি ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদযাপন করা হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘বাংলাদেশের উন্নয়নে শেয়ারবাজারের ভূমিকা’। 

সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হওয়া দিবসটি আগামী রোববার (১১ অক্টোবর) পর্যন্ত উদযাপন করা হবে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় ওয়েবিনার (অনলাইন সেমিনার) আয়োজন করেছে দেশেরে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতির কারণে এবার ভার্চুয়াল পদ্ধতিতে দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভাপতিত্ব করেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রকদের বৈশ্বিক সংস্থা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) সঙ্গে যৌথভাবে সপ্তাহের অনুষ্ঠান উদযাপনের উদ্যোগ নিয়েছে বিএসইসি।

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদযাপনের দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে মঙ্গলবার বিকেল ৪টায় ‘অ্যাওয়ার্ডনেস প্রোগ্রাম অন ডিলিং উইথ ইনভেস্টরস’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে ডিএসই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিএসই’র প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী। আলোচক হিসেবে থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শরীফ আনোয়ার হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সহ-সভাপতি রিয়াদ মাহমুদ, ডিএসইর পরিচালক অধ্যাপক মো. মাসুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নীহাদ কবির।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক বলেন, এবারের বিশ্ব বিনিয়োগ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ থাকবে। অনলাইনে এ আয়োজন আরও বেশি কার্যকরী হবে। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ দিবসটি থেকে বিনিয়োগকারীদের অনেক কিছু শেখার রয়েছে।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, দিবসটি আরও কার্যকরভাবে উদযাপনের জন্য বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রত্যেক বিনিয়োগকারী ভার্চুয়ালি অনুষ্ঠানগুলোতে যেন অংশ নিতে পারেন, সেই বিষয়টি গুরুত্ব দিতে হবে। তথ্যসূত্র: রাইজিংবিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত