ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এম পি. মাধ্যমে এগিয়ে যাচ্ছে, বরেন্দ্রভূমির প্রান্তিক উপজেলা নওগাঁ সদর।

ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এম পি. মাধ্যমে এগিয়ে যাচ্ছে, বরেন্দ্রভূমির প্রান্তিক উপজেলা নওগাঁ সদর।

আলমগীর কবীরঃ নওগাঁ-০৫ নওগাঁ সদর আসনের ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এম পি এর মাধ্যমে মুজিব শতবর্ষে নওগাঁ সদর উপজেলা উন্নয়নের জোয়ারে ভাসছে।মুজিব বর্ষে নওগাঁ সদর উপজেলার প্রান্তিক গ্রাম গুলোর জনগনের মুখে এখন আনন্দের হাসি বইছে আর এই হাসি ফুটিয়েছেন নওগাঁ সদর ০৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এম পি।মুজিব শত বর্ষকে সামনে রেখে তিনি এই চলমান ফ্রেবুয়ারি মাসে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় এগারোটি গুরুত্বপূর্ন কাজ সম্পূর্ন করে উদ্বোধন করেন। এগুলোর মধ্যে অন্য তম হলো ১। ৬৩২.৯২ টাকা বরাদ্দে তুলশী গঙ্গা ( পুরাতন) নদী পুনঃ খনন,২।আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক এর নিজেস্ব ভবন নির্মান ৩। দুবলহাটি ইউনিয়নের পাইকরতলী ইটভাটা পর্যন্ত(৯০০)মিটার রাস্তা এইচ বি বি করন ৪। দুবলহাটি ইউপির দুবলহাটি রাস্তার ত্রানব্রীজ হতে ভীমপুরগামী রাস্তার   কালিপুর কাচারী পর্যন্ত রাস্তার (২৮৫০)মিটার রাস্তা পুন নির্মান ৫।বলিহার ইউনিয়নের হাজি ময়েজের বাড়ি হতে দক্ষিনে পাকা রাস্তা ও নিন্দইন মধ্যপাড়া বটগাছের নিকট পর্যন্ত পাকা রাস্তা নির্মান ৬।** ৪৫,১৭,০০০ টাকা বরাদ্দে পারনিন্দইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারন ৭। বলিহার বাজার হতে দক্ষিনপাড়া বটতলী পর্যন্ত(১২৪০) মিটার রাস্তা এইচ বি বি করন ৮। বলিহার ইউ পি অফিস হতে ১,১০,৭৭,৩৭১ টাকা ব্যায়ে স্বরসতী হাট রাস্তার পুনঃ নির্মান ৯। বর্ষাইল ইউনিয়নের বর্ষাইল ইউপি অফিস হতে চকগৌরি জি সি সরক নির্মান ১০।কসবা ৪৮,৭৯,৩৬৭ টাকা ব্যায়ে কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মান ১১। বাচরীগ্রাম উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মান ইত্যাদি। এসকল উন্নয়নের ফলে নওগাঁ সদর উপজেলার জনগনের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে।তাই প্রয়াত জননেতা আব্দুল জলিল সাহেবের পর আবারও নওগাঁর জনগনের মুখে উন্নয়নের হাসি ফুটেছে বলে নওগাঁ সদর উপজেলার প্রান্তিক জনগনেরা মনে করেন।সেই সাথে নওগাঁ বাসীর প্রানের নেতা আব্দুল জলিল সাহেবের রেখে যাওয়া সকল স্বপ্ন তাঁরই সন্তান ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন সফল ভাবে বাস্তবায়ন করে নওগাঁ সদর উপজেলা কে একটি মডেল উপজেলায় পরিনিত করবে বলে আশা প্রকাশ করেন এই উপজেলার জনগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত