বড়াইগ্রাম ২১ আগস্ট শাহাদাৎ বরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

বড়াইগ্রাম ২১ আগস্ট শাহাদাৎ বরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি : ২০০৪ সালে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদাৎ বরণ কারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার বিকেল ৫টায় নাটোরের বড়াইগ্রাম তিরাইল মাদ্রাসা মাঠে এই স্মরণ সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মাঝগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম আশুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন নাটোর জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সভায় আরও উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ। সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার  উদ্দেশ্য ছিল আওয়ামীলীগকে নেতাশূন্য করে আওয়ামীলীগকে ধ্বংস করার ষড়যন্ত্র, এখনও ষড়যন্ত্র চলছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত