ভালুকায় নব্য সংস্কারকৃত বেইলী ব্রীজ ভেঙে বালুবাহী ট্রাক নদীতে -আহত ২

ভালুকায় নব্য সংস্কারকৃত বেইলী ব্রীজ ভেঙে বালুবাহী ট্রাক নদীতে -আহত ২

লিমা আক্তার, (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের বাজার সংলগ্ন দেড় মাস অাগে সংস্কার করানোর  ব্রিজটি ভেঙে বালিবাহী ট্রাক পড়ে যায়। ব্রীজের নিচে পানিতে পড়ে গেছে। এতে আহত হয়েছেন চালক ও হেলপারসহ ২জন। আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রাস্তাটি দিয়ে চারটি রাস্তা সংযুক্ত রয়েছে। এতে ভালুকা থেকে ঢাকাতিয়া হয়ে টাঙ্গাইলসহ প্রায় ১০টি উপজেলার মানুষের যাতায়াত রয়েছে বলেও জানায় এলাকাবাসী।সড়কটি গুরুত্বপূর্ণ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
২৭শে,ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভালুকা-মল্লিকবাড়ি সড়কের বাজার সংলগ্ন ব্রিজটি ভেঙ্গে এঘটনা ঘটে। এতে মল্লিকবাড়ি,চাঁনপুর,অাংগাড়া,ঢাকাতিয়া,মামারিশপুর পানিভান্ডা,পাঁচগাও,সোয়াইল,টাঙ্গাইলসহ ১৫টি গুরুত্বপূর্ণ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে লাখো মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এতে করে ট্রাকসহ ব্রিজটি খাদের পানিতে পড়ে যায। পরে স্থানীয় লোকজন ট্রাকের ভিতর থেকে চালক ও হেলপারসহ ২ জনকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে প্রেরণ করে। এই ব্রিজটি ভেঙে যাওয়ায় এতে ধুনটসহ পাশ্ববর্তী টাঙ্গাইলসহ বিভিন্ন উপজেলার লাখো মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবকাঠামো নিয়ে বিভিন্ন সময়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়েনি ভালুকার সড়ক ও জনপথ কর্তৃপক্ষের।এ বিষয়ে ময়মনসিংহ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অফিসার  এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ভালুকায় দায়িত্বপ্রাপ্ত যারা  আছে তাদেরকে দূরত্ব  ব্যবস্থা নেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত