শিরোনাম :
ভুলে ভরা বিআরটি প্রকল্প। নকশা প্রনয়নে ত্রুটি

ভুলে ভরা বিআরটি প্রকল্প। নকশা প্রনয়নে ত্রুটি

হাসান : নানান ধরনের ভুলে ভরা ঢাকা গাজীপুর রোডের বাস র‍্যাপি ট্রানজিট বিআরটি প্রকল্প। গত ২৭শে মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য বিআরটি প্রকল্পের শুদ্ধাচার গণশুনানিতে উঠে আসে এ সকল  ভুলের চিত্র। প্রকল্পের নকশা চিত্রায়ন সহ প্রায় ১৯ টি ভুলের চিত্র তুলে ধরেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শ্রেণী পেশার মানুষ। সড়কের পাশে কোন ধরনের ফুটপাত না রেখে কাজ করা হয়েছে বিআরটি প্রকল্পের। স্টেশন গুলোতে ব্যবহার করা হচ্ছে অধিক উচ্চমানের ওভারপাস। প্রায় ৭০ থেকে ৭৫ টি সিঁড়ি অতিক্রম  করে পার হতে হবে সে ওভার  পাস। কোন কোন স্টেশনে দুপাশে ফুটপাত না থাকার কারণে দুর্ঘটনা ঝুঁকি রয়ে গেলো। ঢাকা গাজীপুর মহাসড়কের দু’পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। সেই শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও নেই কোন ইউটার্ন ব্যবস্থা। গাজীপুর চান্দনা চৌরাস্তা রাস্তা পারাপারের জন্য কোন ধরনের ফুটওভার ব্রিজ না থাকায় আসন্ন ঈদকে সামনে রেখে তীব্র যানযট ও দূর্ঘটনার আশংকা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন গাজীপুর ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সীমানা প্রাচীর হেলে পড়ে যাওয়ার পর তা পূনসংস্কার করা হয়নি বলে অভিমত ব্যক্ত করেন ধান গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তা। ঢাকা গাজীপুর সড়কের বিআরটি প্রকল্পের আওতায় সড়কের পাশে থাকা হাসপাতালগুলোতে প্রবেশের জন্য কোন ধরনের ফুটওভার ব্রিজ বা ইউটার্ন না থাকায় রোগীদের চরম ভোগান্তি হবে বলে অভিমত ব্যক্ত করেন তায়রুনন্নেসা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা। বিআরটি প্রকল্পে এভাবেই একের পর এক ভুলের তথ্য উঠে আসে গণ শুনানিতে। এই ধরনের ভুল সিদ্ধান্ত এবং ভুলনকশা প্রণয়নের কারণে সরকারের হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। কোন শুনানিতে উঠে আসা বিআরটি প্রকল্পের ভুল সিদ্ধান্ত গুলার কোন সংস্কার করে বি আর টি প্রকল্পের উন্নয়ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে সরকারকে পুনরায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যথায় বিআরটি প্রকল্পের সঠিক সেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। গণ শুনানিতে উঠে আসা ভুল সিদ্ধান্ত গুলো সম্পর্কে জানতে চাওয়া হয় বিআরটি প্রকল্পের পরিচালকের কাছে। কোন ধরনের সদ উত্তর না দিয়ে উল্টো সরকারের উন্নয়নের ভুল ব্যাখ্যা প্রদান করেন। যে সকল ভুল সিদ্ধান্তের কারণে সরকারের হাজার হাজার কোটি টাকা ক্ষতি সাধন করা হয়েছে সেই সকল ভুল সিদ্ধান্ত গ্রহণকারী এবং নকশা প্রণেতাদের শাস্তির দাবি উঠে আসে গণ শুনানিতে।প্রধান অতিথির বক্তব্যে বিআরটি প্রকল্পের অতিরিক্ত সচিব একে,এম শামীম আক্তার বলেন,  প্রকল্পের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে  বিআরটি প্রকল্পের ভুলগুলোকে  সংস্কার করে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনকে  সাথে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমস্যাগুলোর সমাধান করে বাংলাদেশ সরকারের উন্নয়নের আরেক মাইল ফলক  বিআরটি প্রকল্পের সঠিক সেবা সবার কাছে পৌঁছে দিবো। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, শরিফুল আলম,নির্বাহী প্রকৌশলী সওজ, গাজীপুর, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন, আবু নাঈম, সহকারী পরিচালক বিআরটিএ গাজীপুর, আলমগীর হোসেন উপ পুলিশ কমিশনার ট্রাফিক, গাজীপুর মেট্রোপলিটন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ মনিরুজ্জামান, নবনিযুক্ত প্রকল্প পরিচালক বিআরটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত