ভূয়া ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: ২লাখ টাকায় ধামাচাপা

ভূয়া ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: ২লাখ টাকায় ধামাচাপা

মোহাম্মদ মনির,কর্ণফুলী প্রতিনিধি : আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন মহালখান বাজার এলাকার গাইনি ডাক্তার সেলিনার ভুল চিকিৎসায় বুধবার বিকাল ৩টার দিকে ছলিমা আক্তার(৩২) নামে এক প্রসূতি মহিলার আবারো মৃত্যুর ঘটনা ঘটেছে।কিন্তু মৃত্যু হলেও কোন মামলার অভিযোগ করেনি বাদী পক্ষ। গোপন সূত্রে জানা গেছে,সেলিনা ২লক্ষ টাকার বিনিময়ে পুলিশ ও জনপ্রতিনিধিদের সহয়তায় ধামাচাপা দেওয়া হয়েছে। মৃত ছলিমা আকতার (৩২) আনোয়ারার জুইদন্ডী খুরুস্কুল এলাকার ফোরুখ আহমদের স্ত্রী।তার স্বামী ও দুই সন্তান দুনিয়াতে রেখে যান। মৃত ছলিমা আক্তারের ভাই মোহাম্মদ শাহজাহান বলেন,দুপুর ২টায় ডাক্তার সেলিনার কাছে আমার বোনকে নেওয়া আসা হয়,সে বাড়ি থেকে খাবার খেয়ে এসেছিল,একদম সুস্থ ছিল।৪মাসের গর্ভবতী ছিল। আনার পর সেলিনা বলেছিল ভিতরের বাচ্ছা মারা গেছে।বাচ্ছাটিকে ওয়াশ করে বাহির গর্ভপাত করতে ১০হাজার টাকা দাবি করলে তারা ৩৫০০ টাকার মধ্যে দরদাম হয়।গর্ভপাত করার সময় ছলিমা জ্ঞান হারিয়ে পেললে চট্টগ্রাম মেডিকেলে (চমেক) নিয়ে যেতে বলা হলে এম্বোলেন্সে তুলতে গিয়ে দেখে আমার বোন দুনিয়া থেকে বিদায় নেন। এদিকে ঘটনার পর পুলিশের নীরব ভূমিকায় এলাকার ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কথা নিশ্চিত হয়েও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,ভূয়া গাইনি ডাক্তার সেলিনা পরিবার পরিকল্পনার অবসরপ্রাপ্ত মাঠকর্মী।তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন ১০থেকে ১২বছর হয়েছে।তারপরেও তিনি গর্ভপাত করান। তিনি নিজেকে গাইনি ডাক্তার বলে পরিচয় দেন।গতবছরেও তার অপচিকিৎসায় আরেক মহিলার মৃত্যু হয়েছিল। অবস্থানরত কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে কোন পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা একশন বা গ্রেপ্তার করতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত