ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরস্বতী পুজো উদযাপন

ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরস্বতী পুজো উদযাপন

শুভ বসাক জয়(স্টাফ রিপোর্টার) :

ময়মনসিংহের তরুন সমাজসেবকদের একটি সেচ্ছাসেবী সংগঠন ‘একতা ব্লাড  ও সামাজিক ফাউন্ডেশন’ এর সদস্যদের সার্বিক সহযোগিতায় এই প্রথমবারের মতো ‘একতা সংঘের’ উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন করা হয়।এছাড়াও ময়মনসিংহের সকল স্কুল, কলেজ, ও বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন সম্পন্ন হলো।পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।

উল্লেখ্য ,,,, সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।  প্রত্যুষে বিভিন্ন  ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। । পূজার পরের দিনটি শীতলষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরদিন অরন্ধন পালনের প্রথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত