‘মসজিদের কলাম নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত হয় গ্যাসের লাইন ’

‘মসজিদের কলাম নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত হয় গ্যাসের লাইন ’

অনলাইন ডেস্ক :

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গঠিত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জমা দেবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ বর্ধিত করতে কলাম নির্মাণের সময় গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত লাইনের লিকেজ দিয়ে গ্যাস বের হয়ে বিস্ফোরণ ঘটে। 

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য এ তথ্য জানিয়েছেন।  

বিকেল সাড়ে ৩টায় কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। এরপর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত প্রতিবেদন বিষয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

কমিটি প্রতিবেদনে গ্যাস লিকেজের জন্য ভবন নির্মাণ কাজকে দায়ী করেছে। এতে বলা হয়েছে, মসজিদ নির্মাণের সময় অনুমতি নেওয়া হয়নি। মসজিদ উত্তর দিকে বর্ধিত করতে চার নম্বর কলামটি তৈরির সময় গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে সেই লাইন মাটির সংস্পর্শে এসে এতে ছিদ্র হয়। সেই ছিদ্র থেকে গ্যাস বের হয়েছে। সেখানে তিতাস গ্যাসের পাইপলাইনটি নব্বইয়ের দশকে তৈরি করা। 

প্রতিবেদনে কমিটির পক্ষ থেকে কয়েক দফা সুপারিশও করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত