মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে বিষ পান করিয়ে হত্যা

মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে বিষ পান করিয়ে হত্যা

মানিক হোসেন (বাবু) : মাদারীপুরের শিবচর থানার মির্জারচর গ্রামের একটি বাড়িতে শান্তা আক্তার (২২) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে বিষ পান করিয়ে হত্যা করে তা আত্নহত্যা বলে প্রচারনা চালাচ্ছে তার শ্বশুর বাড়ির লোকজন। এ ব্যাপারে গৃহবধূর বাবা মো : সাগর সরদার বাদী হয়ে স্বামী সহ পাঁচজনকে আসামী করে মাদারীপুর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আইন বিশেষ আদালতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ এর ১১(ক)/৩০ ধারায় একটি হত্যা মামলা দায়ের করে। মামালার বিবরনে জানা যায়, বিগত চার বছর পূর্বে ইসলামের শরাশরিয়তের বিধান মতে শান্তা আক্তারের সহিত মাদারীপুর জেলার শিবচর থানার মির্জাচর গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে ইমরাত হাওলাদারের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর তার সংসারে একটি মেয়ে হয়। এর পর থেকে তার স্বামী ইমারত হাওলাদার বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করে, সে টাকা এনে দিতে অস্বিকার করলে তার উপর নেমে আসে নির্যাতন ও অত্যাচার। প্রায়ই গৃহবধু শান্তা আক্তারকে মারধর করা হত। এ ঘটনায় একাধিকবার সালিস দরবার করলেও আসামীরা যৌতুকের টাকার জন্য মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার দিন সকাল ৯ টায় মোবাইল ফোনে যৌতুকের টাকার জন্য মারপিট করেছে বলে জানায় শান্তা। সংবাদ পেয়ে তার ছেলে বেল্লাল সরদারকে তাদের বাড়িতে পাঠায়। বেল্লাল সরদার তার বোন শান্তা আক্তারের বিষয়টি অবগত হয়ে যৌতুকের টাকা নিয়ে মারপিটের কথা জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়ে পড়ে এবং আজ যৌতুকের টাকা আদায় করে ছাড়বো নয়তো হত্যা করে ফেলবো বলে হুমকি দেয়। গত ১৪ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭ টায় তার স্বামী ইমারত হাওলাদার তার ঘরে রাখা কৃষি কাজের ব্যবহৃত বিষ পানিতে মিশিয়ে জোরপূর্বক তার মুখে ঢেলে দিয়ে মাটিতে চেপে ধরে রাখে এই সময় তার আত্নচিৎকার দিলে পুনরায় বিষ মুখে ঢেলে দিলে সে নিস্তেজ হয়ে পড়ে। এই সময় বেল্লাল সরদার তার বাবার মোবাইল ফোনে বিষয়টি অবহিত করে পরবর্তীতে সে ঘটনাস্থলে গিয়ে শান্তা আক্তারকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে তাকে ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তার বাবা বলেন, আমার মেয়ে শান্তা আক্তারকে যৌতুকের টাকার জন্য পরিকল্পিতভাবে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যা করিয়েছে স্বামী সহ তার শ্বশুর বাড়ির লোকজন। মামলার আসামীরা হচ্ছে স্বামী ইমরাত হাওলাদার (৩০), বাবু হাওলাদার (২৭), সুমা আক্তার (২২), মর্জি বেগম ( ৪৭), দেলোয়ার হাওলাদার (৫৫)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত