মানুষের জীবন-যাপনের বিষয়ে জ্ঞানের অভাব -মোঃ ইসমাইল হোসেন মোল্লা

মানুষের জীবন-যাপনের বিষয়ে জ্ঞানের অভাব -মোঃ ইসমাইল হোসেন মোল্লা

মহান আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষের জীবন-যাপন বিষয়ে সুনির্দিষ্ট বিধান বা নীতিমালা প্রণয়ন করে দিয়েছেন। মানুষ ঘরে জীবন যাপন ও কর্ম ব্যবস্থা কিভাবে করে যাবে সেই বিষয়ে নিজ ধর্মীয় কিতাব নাজিল করেছেন। নবী ও রাসুল সাহাবী, অলি আউলিয়া, আলেম মাওলানা সহ বিভিন্ন মনিষির আবির্ভাব ঘটেছে। মুসলমানদের ধর্মীয় কিতাব পবিত্র আল কুরআন এর মধ্যে বিষদ বর্ণনা করা হয়েছে। মানুষের জীবন যাপন ও কর্ম পদ্ধতি বিষয়ে খুবই জ্ঞানের অভাব রয়েছে। আজ বিশ্বের দেশগুলো ও মানুষের দিকে লক্ষ্য করলে দেখা যায় ও বুঝা যায়, শতকরা ৯০ ভাগ মানুষের জীবন যাপন চরম ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এবং পরিবার-পরিজন, সমাজ-রাষ্ট্র সবার মধ্যে অস্থিরতা অশান্তি ও ব্যস্ততার মধ্যে আছে। কোথাও শান্তি নেই, অশান্তি চলছে সর্বত্রই। বাংলাদেশের জনগণের ও সরকারের মধ্যে চরম দূর্ভোগ ও ভোগান্তি এবং অস্থিরতার মধ্যে আছে ঘুষ, দুর্নীতি, হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম চলছে। গাড়ী-বাড়ীর মালিক হয়েও কোন সুখ-শান্তি নেই। কারণ একটাই, মানুষ ধর্মীয় কিতাব পরিপূর্ণ মান্য করছে না। মানুষের ভূল ধারণা হলো অর্থ-সম্পদ উপার্জন করার জন্য দুনিয়াতে জন্ম হয়েছে। কিন্তু দুনিয়াতে সৃষ্টি ও জন্ম হয়েছে আল্লাহর হুকুম ও নবীজির (সাঃ) তরিকা পরিপূর্ণ মান্য করে চলা। অবৈধ অর্থ সম্পদ মানুষের জীবনে পরিপূর্ণ ধ্বংস করে। সেই অবৈধ অর্থ-সম্পদের জন্য পাগল হয়ে গেছে। যাদের বাড়িতে অসৎ অর্থ-সম্পদ আছে তাদের বাড়িতে বসবাসকারী মানুষগুলো চরম ক্ষতিগ্রস্ত ও ধ্বংসের মধ্যে আছে (আল কুরআন)। সরকার ও জনগণ উভয় ক্ষতিগ্রস্ত ও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত ও ধ্বংস থেকে রক্ষা পেতে হলে হকের মধ্যে ন্যায়নীতি আদর্শ ও সততার মধ্যে থাকতে হবে। অবৈধ অর্থ-সম্পদ মানুষকে নিকৃষ্টতম করে ফেলে। প্রবাদে বলে অর্থ আছে মন নেই। আল্লাহ তাদের অবৈধ অর্থ-সম্পদ দিয়ে মন কেড়ে নিয়েছে। মন কে কঠিন ব্যাধিতে পরিণত করেছে। এই জন্য তাদের সঠিক জ্ঞান থাকবে না। যে সকল মানুষ অবৈধ অর্থ-সম্পদের মালিক হবে তাদের আসল জ্ঞান ফিরে পাবে যখন কবরে লাশ রাখা হবে। পরকালে যাওয়ার পর ঘুম ভাঙবে। অবৈধ অর্থ-সম্পদের মালিকদের জ্ঞানপাপী, অন্ধ ও গোমরাহী করে রাখে। অবৈধ অর্থের মালিক, কোটিপতি কেউ সুখী নহে, সবাই ক্ষতিগ্রস্ত ও ধ্বংসের মধ্যে জীবন যাপন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত