মালয়েশিয়াতে হচ্ছেটা কি???

মালয়েশিয়াতে হচ্ছেটা কি???

মালয়েশিয়ায় রাজনীতিতে চলছে নানান ঘটনা। ঘটনা যেন শেষ হয়েও আবার শেষ হয় না! শনিবার দুপুরে মাহাথির সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন ইয়াসিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজা ঘোষণা দিয়েছেন এবং রবিবার সকাল সাড়ে দশটায় শপথ নিচ্ছেন মর্মে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করার কয়েক ঘণ্টা পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ড. মাহাথির দাবি করলেন তিনিই সংখ্যাগরিষ্ঠ। মাহাথির সংসদের ২২২ এমপির মধ্যে ১১৪ জনের একটি তালিকাও প্রকাশ করেছেন ফেসবুক পেজ ও টুইটারে। 

শনিবার এক বিবৃতিতে ডা. মাহাথির বলেছেন, তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন ভুল করে ঘোষণা করেছিলেন যে তাঁর পিছনে ১১৪ জন সংসদ সদস্য রয়েছেন, যখন তাদের মধ্যে ছয় জন প্রকৃতপক্ষে ডা. মাহাথিরের সমর্থক।আমানাহ নেগ্রাহর সহ-সভাপতি দাতুক সেরি সালাহউদ্দিন আইউব বলেছেন, ২২২ এমপির মধ্যে ১১১ জন্য এরই মধ্যে ড. মাহাথিরের পক্ষে সই করেছেন। আরও তিনজন মৌখিক সমর্থন দিয়েছেন। সুতরাং আমাদের ১১৪টি রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংখ্যা ঘোষণা করব এবং বলব যে পূর্ববর্তী ঘোষিত সংখ্যাটি বিভ্রান্তিকর ছিল। তিনি যোগ করেন যে, এই গ্রুপের অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে তন শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের শপথ অনুষ্ঠান বন্ধ করার কোনো ইচ্ছা ছিল না। ডা. মাহাথির ওয়ারিশান, উপকো, জিবিএস এবং সেলেঙ্গর এমপি বারু বিএনসহ চার স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থনও পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত