মুক্তা নামের এক নারী ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মুক্তা নামের এক নারী ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মোহাম্মদ মনির,কর্ণফুলী প্রতিনিধি: আনোয়ারার মেয়ে শামীমা আক্তার মুক্তা নামের এক নারী ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন ওয়াহিদুল নামের এক ভোক্তভোগী ব্যক্তি।

অভিযোগ সুত্রে জানা যায়, আনোয়ারা বারখাইন ইউনিয়নের মুন্সী বাড়ীর সোলাইমানের মেয়ে মুক্তা ও তার স্বামী লোকমানসহ বাকলিয়ার রাহাত্তারপুল হোসাইন বিল্ডিং এর ২য় তলা ভাড়া বাসা থেকে এসব প্রতারণা কাজ চালানো হয়। মুক্তা ও তার স্বামী লোকমান প্রতারক, আর্থ আত্মাসাৎকারী ও সন্ত্রাস প্রাকৃতির।তারা মানুষকে বিভিন্ন প্রতারণার পাদে পেলে অর্থ আত্মাসাৎ করে।
ভোক্তভোগীর পরিবারকে হেয় করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিনো হলে মুক্তা ও তার স্বামী লোকমানের কাছে কেন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে জানতে চাইলে আমাকে চাঁদা দাবি করে বলে যে, মুক্তাকে ২০লাখ টাকা দিতে বলে, না হয় ভোক্তভোগীর বিরুদ্ধে ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা দিবে বলে হুমকি দেয়। মুক্তা ও তার স্বামী লোকমান বিভিন্ন লোকের বিরুদ্ধে ইতিমধ্যে এরকম ৬টি মামলা করে টাকা আদায় করে এসব মামলা নিষ্পত্তি করে। এভাবে তাদের প্রতারণার শিকার হয়ে আকিবুল ইসলামের বিরুদ্ধে বাকলিয়া থানায় মিথ্যা মামলা দায়ের করে ২০লাখটাকা দাবি করে এবং পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এই প্রতারক মুক্তা ও তার স্বামী।

এই প্রসঙ্গে কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আদালত থেকেCR-৪১২/২০২০ একটি মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত।বিষয়টা তদন্ত সাপেক্ষ আদালতে আমরা তদন্ত রিপোর্ট দাখিল করিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত