মুক্তিপণ আদায় করতে রায়হানকে খুন: খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

মুক্তিপণ আদায় করতে রায়হানকে খুন: খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

মোহাম্মদ মনির,কর্ণফুলী প্রতিনিধি :

বছর কয়েক আগে মোবাইল ফোনে অপরিচিত একটি নাম্বারে দুবাই প্রবাসী রায়হানুল ইসলাম সজীবের সাথে পরিচয় হয় সুমি আক্তারের।সুমি একজন বিবাহিত নারী ছিলেন। বিবাহিত এই নারীর সঙ্গে বিদেশ থেকে এসে দেখা করতে যান প্রবাসী রায়হান।ওর সাথে দেখা করতে গিয়ে আটকে যান সজীব। তিনি বুঝতে পারেননি সুমি একজন অপহরণকারী দলের সদস্য।তাকে সে প্রেমের পাদে পেলে। সেই নারীসহ অপহরণকারী দলের সদস্যরা রায়হানকে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করতে কৌশল নেয়। অপহরণকারীদের জিম্মিদশা থেকে মুক্তি পেতে টাকা দিতে রাজিও হয়।কিন্তু টাকা দিতে রাজি হলেও অপহরণকারীদের হাতে প্রাণ যায় তার।জানা যায়, গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করা হয় তাকে। পরে রায়হানের মানিব্যাগে থাকা ৯ হাজার ৮০০ টাকা, হাতঘড়ি ও দু’টি মোবাইল ফোন নিয়ে যায় অপহরণকারী দলের সদস্যরা। 
মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালতে বাদশা ও সুমির জবানবন্দিতে উঠে আসে এসব তথ্য।

আগের দিন সোমবার কর্ণফুলী থানা পুলিশ গভীররাতে কর্ণফুলীর মইজ্যারটেক এলাকা থেকে বাদশা ও সুমি নামে দুজনকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার রাতে আবির নামে আরেকজনকেও আটক করে।বাদশা ও সুমির কাছ থেকে রায়হানের ঘড়ি পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হলো একই এলাকার ফজল মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে মো. বাদশা মিয়া (৩১), নাটোরের বড়ইগ্রাম উপজেলার চরগোবিন্দ পুরের মোহাম্মদ সেলিমের স্ত্রী সুমি আকতার (২৭) ও উপজেলার শিকালবাহার আব্দুস সাত্তারের বাড়ির মৃত হাফেজ আহমদের পুত্র কবির(৩৫)।

গ্রেফতারকৃত আসামী বাদশা মিয়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে ও সুমি আক্তার শারমিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে জবানবন্দিতে খুনের ঘটনা স্বীকার করে এসব কথা বলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বলেন, রায়হানুল ইসলাম চৌধুরী সজীব হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।বাদশা ও সুমি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এবং কবিরকে দুই দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

উল্লেখ্য,চট্টগ্রামের কর্ণফুলীতে শনিবার দুবাই প্রবাসী রায়হানুল ইসলাম (২৫) নামের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুবাই প্রবাসী রায়হান(২৫) গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে শিকলবাহা সরোয়াদ্বীন জামে মসজিদের কবরস্থান থেকে রায়হানের লাশ উদ্ধারে করে পুলিশ। প্রবাসী রায়হান পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের আতাউর রহমান’র ছেলে।
সম্প্রতি এক মেয়ের সাথে তার বিবাহের আকদ হয় এবং বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার দিন ও ধার্য হয় কিন্তু দূর্ভাগ্যবশত অপহরণকারী চক্রের ফাঁদে পড়ে তার মৃত্যু হয়। পরে সজীবের বাবা আতাউর রহমান চৌধুরী বাদি হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত