মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু ’ শিরোনামে কন্ঠশিল্পী রোজিনার একক সংগীত

মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু ’ শিরোনামে কন্ঠশিল্পী রোজিনার একক সংগীত

জসিম উদ্দিন ঃ মুজিবশতবর্ষ পালন নিয়ে বাঙালি জাতি যেমন সর্বদিক থেকে প্রস্তুতি নিচ্ছে। প্রতিটা মুহূর্ত যেন বাঙালি গুণে গুণে পার করছে..কখন আসবে সেই শুভক্ষণটি? তেমনি মাটির গানের দরদী কন্ঠশিল্পী রাজিয়া সুলতানা রোজিনা মুজিবশতবর্ষ উপলক্ষে হৃদয় নিংড়ানো সুরে একক সংগীত গাইলেন ‘বঙ্গবন্ধু জাতির পিতা বীর বাঙালির মাথা, স্বাধীন বাংলা জন্ম দিয়ে হলেন জন্মদাতা’। গানের কথা লিখেছেন বাংলাদেশ বেতারের গীতিকার সাইফুল সাইফ। এ গানটির সুর করেছেন আসিফ ইমরান। কন্ঠশিল্পী রোজিনা রাজনৈতিক পরিবারে জন্ম। ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা গ্রাম থেকে এ কন্ঠশিল্পী বহু সংগ্রামের মধ্য দিয়ে আজ এ পর্যায়ে উঠে এসেছেন। তিনি স্বাধীনতার স্বপক্ষে বিশেষ করে জাতির পিতাকে নিবেদন করে বহু গান গেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেও তার অনেকগুলো গান রয়েছে। যেগুলো ইতিমধ্যে দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে সর্বমহলে। তিনি এ পর্যন্ত প্রায় ৫টি গানের একক অ্যালবাম বের করেছেন। তার কন্ঠে প্রথম গান, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ জাচ্ছে এগিয়ে,,হাল ধরেছে শেখ হাসিনা,। এ গানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার সুবর্ণ সুযোগ হয়। সম্প্রতি তিনি, শেখ হাসিনাকে নিয়ে নিজে একটি গান লিখেছেন,, শেখ হাসিনা তুমি,, দেশরত্ন তুমি,, তুমি যে বাঙালির অহংকার’,, ।

বঙ্গবন্ধুকে নিয়ে মুজিবশতবর্ষে তার গাওয়া সুরেলা কন্ঠের গানটি শ্রোতাদের খুবই ভালো লাগবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। জাতির পিতাকে নিবেদন করে রোজিনার গাওয়া এ গানের কথামালায় প্রকাশ পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং আপোষহীন এক লৌহমানবের কথা। বেইমানদের বিশ্বাস করে তাঁর জীবনটা হারাতে হয়েছে সেটাও সাবলীলভাবে গানের মধ্যে ফুটে উঠেছে।। লোকসংগীতের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারকে ভালোবেসে তিনি এসব গান করে থাকেন। তার জীবনে গান ছাড়া আর অন্য কিছু চিন্তা করতে পারেন না। গানের প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বঙ্গবন্ধু পরিবারের জন্য গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রকারের কল্যাণমূলক কাজ করে যেতে চান। ব্যক্তিগত জীবনে এক কন্যা ও এক পুত্রকে নিয়ে পুলিশে কর্মরত স্বামীর সঙ্গে তার সুখের সংসার। দেশ ও জাতি তথা মানবতার জন্য তিনি গান গেয়ে যাবেন আজীবন এ সুপ্রত্যাশায় তিনি সবার কাছে দোয়া প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত