শিরোনাম :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা নওগাঁয় সিভিল সার্জন সম্মেলনকক্ষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত  এবার সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, পুড়লো সাড়ে ৭ হাজার পিচ মুরগির বাচ্চা সাভারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে শেখ আবেদ আলীসহ খুলনায় ৩টি আসনে আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষামান একটি সাতক্ষীরা -১আসনে নৌকা পেয়ে স্বস্তিতে নেই মাঝি  বড়াইগ্রামে ৭০০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা বড়াইগ্রাম পাট চাষী প্রশিক্ষণে নেই কোন চাষী! পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুর মাটির সুরক্ষায় পুরুস্কার লাভ ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১
মুন্সীগঞ্জে ভোক্তা আইনে অভিযোগ নিষ্পত্তি, ভোক্তাকে জরিমানার ২৫% প্রদান।

মুন্সীগঞ্জে ভোক্তা আইনে অভিযোগ নিষ্পত্তি, ভোক্তাকে জরিমানার ২৫% প্রদান।

সাখাওয়াত হোসেন মানিকঃ মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম এলাকার মো: মিজানুর রহমান নামের একজন ভোক্তা গত ২৪/১২/২০১৯ তারিখে মুন্সীগঞ্জ সদরের ফাহিম টেলিকম থেকে শাওমি ব্রান্ডের একটি মোবাইল সেট ক্রয় করেন। মোবাইল সেটটির সাথে একটি অফার দেওয়া ছিল যাতে উল্লেখ ছিল “ওয়ান টু টেন নোট ব্যাক নিশ্চিত”। কিন্তু ভোক্তা মোবাইল সেট ক্রয় করার পরে কোন নোট ব্যাক বুঝে পায়নি। এমতাবস্থায় উক্ত ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। মুন্সীগঞ্জ জেলা কার্যালয় অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে এবং উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি গ্রহণ করে। দুই দফা শুনানি শেষে অভিযোগটি প্রমানিত হয়। অতপর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারনকে প্রতারিত করবার কারনে ফাহিম টেলিকমকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা ও শাওমি মোবাইলের পরিবেশক কোম্পানিকে ২০০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা আরোপ করেন। দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫% অর্থ অভিযোগকারী প্রাপ্য হন। অদ্য ২১/০১/২০২০ তারিখে অভিযোগকারী ভোক্তার হাতে জরিমানার ২৫% অর্থ হিসেবে ৬২৫০/- (ছয় হাজার দুইশত পঞ্চাঁশ) টাকা হস্তান্তর করেন মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: সামিউল মাসুদ।
জনস্বার্থে ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সমূহ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত